তেজগাঁওয়ে নারীর রহস্যজনক মৃত্যু
রাজধানীর তেজগাঁও থানার স্টেশন রোড এলাকায় হাজেরা বেগম (৩৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বিকেল সোয়া ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজেরা বেগমের চাচা কামরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমার ভাতিজি মানসিকভাবে অসুস্থ ছিল। বিভিন্ন সময় বাসা থেকে একা একা বেরিয়ে পড়ত। তাকে ডাক্তার দেখানো হয়েছিল। আজ বিকেলে সে গলায় ফাঁস দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতের ছেলে সাজ্জাদ হোসেন (এ্যানি) বলেন, আমি বাইরে ছিলাম, বাসায় এসে দরজা বন্ধ পাই। পরে অনেকক্ষণ ডাকাডাকি করার পরও সাড়া না পাওয়ায় আমার কাছে থাকা চাবি দিয়ে দরজা খোলে ভেতরে প্রবেশ করি। এ সময় ঝুলন্ত অবস্থায় মাকে দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এসএএ/এসকেডি