নির্দেশনা পেলে ১৯ তারিখেই চিড়িয়াখানা খোলা হবে
গত ২ এপ্রিল থেকে বন্ধ থাকা রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বৃহস্পতিবার (১৯ আগস্ট) খুলে দেওয়া হতে পারে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আব্দুল লতিফ। সোমবার (১৬ আগস্ট) বিকেলে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘আমরা এখনও কোনো নির্দেশনা পাইনি। বিষয়টি টেলিভিশনে দেখেছি। আমাদের মন্ত্রণালয় নিশ্চয় একটা দিক-নির্দেশনা দেবে। আমরা প্রস্তুত আছি, নির্দেশনা পেলে আমরা ১৯ তারিখেই চিড়িয়াখানা খুলতে পারব।’
গত ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করা হয়। বিধিনিষেধ শিথিল নিয়ে গত বৃহস্পতিবার নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে উল্লেখ করা হয়, আগামী ১৯ আগস্ট থেকে রাস্তায় শতভাগ গণপরিবহন চলাচল করতে পারবে। পর্যটন, রিসোর্ট ও বিনোদন কেন্দ্রে অর্ধেক আসন ফাঁকা রেখে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান করা যাবে।
চলতি বছর করোনার প্রকোপ বাড়লে গত চলতি বছরের ২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় চিড়িয়াখানা বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়।
এর আগে করোনা সংক্রমণ রোধে ২০২০ সালের ২০ মার্চ প্রথমবারের মতো জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। পরবর্তীতে গত ১ নভেম্বর থেকে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ বেশকিছু শর্তসাপেক্ষে সেগুলো উন্মুক্ত করে দেওয়া হয়।
এমএইচএন/ওএফ