বিধিনিষেধ আরও দুই সপ্তাহ চললে সুফল পাওয়া যেত
কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি জানিয়েছে, বিধিনিষেধ তুলে নেওয়ার ফলে করোনার সংক্রমণ আবারও বাড়তে পারে। আরও ১-২ সপ্তাহ বিধিনিষেধ চলমান রাখতে পারলে এর পুরোপুরি সুফল পাওয়া যেত।
শুক্রবার (১৩ আগস্ট) রাতে কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৪৪তম অনলাইন সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা। সদস্যদের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা শেষে সভায় বেশ সুপারিশ গৃহীত হয়।
সভায় সারাদেশের করোনা পরিস্থিতি ও এর নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেখানে বলা হয় করোনার সংক্রমণ এবং মৃত্যুর হার কিছুটা উন্নতির দিকে। তবে কোনটাই স্বস্তিদায়ক অবস্থায় আসেনি। এ অবস্থায় দ্রুত বিধিনিষেধ শিথিল করার বা তুলে নেওয়ার সিদ্ধান্ত উদ্বেগজনক।
সভা মনে করে বিধিনিষেধ শিথিলতার ক্ষেত্রে সরকার কিছুটা তাড়াহুড়ো করছে। এতে সংক্রমণ বাড়তে পারে। তাতে অর্থনীতি আরও বেশি হুমকির মুখে পড়বে।
এএসএস/এমএইচএস