১ হাজার টাকার বিনিময়ে বাসায় গিয়ে টিকা দিয়েছেন বিষু
করোনাভাইরাসের টিকা নিতে কেন্দ্রে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন মানুষ। অনেকেই দীর্ঘ অপেক্ষার পরও টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন। এ অবস্থায় টাকার বিনিময়ে বাসায় গিয়ে টিকা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের টিকাদান কার্যক্রমে দায়িত্বরত বিষু দে। প্রতিজনকে টিকা দেওয়ার বিনিময়ে তিনি নিয়েছেন এক হাজার টাকা করে। গত ৭ আগস্ট চট্টগ্রাম নগরীতে গণটিকা কার্যক্রম চলাকালে বিষু খুলশী এলাকার একটি বাসায় গিয়ে চার জনকে টিকা দিয়েছেন বলে জানতে পেরেছে পুলিশ।
এ ঘটনায় সোমবার (৯ আগস্ট) চট্টগ্রাম সিটি করপোরেশনের কাপাসগোলা ইপিআই জোনের জোনাল মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্তী বাদী হয়ে বিষু দেসহ চার জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় অজ্ঞাত কয়েকজনকেও আসামি করা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় জড়িত হাসান ও মোবারক নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। অপর দুই আসামি সাজ্জাদ ও বিষুকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।
তিনি বলেন, সরকার ঘোষিত কেন্দ্রে বিনামূল্যে টিকা দেওয়ার নির্দেশনা রয়েছে। কিন্তু বিষু দে নিয়ম লঙ্ঘন করে সহযোগীদের সহায়তায় এক হাজার করে টাকা নিয়ে বাসায় গিয়ে টিকা দিয়েছেন। বিষু দে টিকা চুরি বা আত্মসাৎ করেছে বলে ধারণা করছি। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারের পর জানা যাবে আর কেউ এ ঘটনায় জড়িত আছে কি না।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার মোবারক আলীর পূর্ব পরিচিত বিষু দে। সিটি করপোরেশনের মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে টিকাদান কার্যক্রমে দায়িত্বরত ছিলেন বিষু দে। সেই সুবাদে বিষু মোবারকের সঙ্গে চুক্তি করে এক হাজার টাকার বিনিময়ে বাসায় এসে করোনার টিকা দেবে। সেই চুক্তি অনুযায়ী, ৭ আগস্ট দুপুর ২টার দিকে খুলশী থানার নাসিরাবাদ এলাকার একটি বাসায় হাসান ও সাজ্জাদসহ চার জনকে টিকা দেন বিষু। হাসান ও সাজ্জাদ মোবারকের বন্ধু। টিকা দেওয়ার জন্য বিষু দে সবার কাছ থেকে এক হাজার টাকা করে নিয়েছে। বিষু দে সিটি করপোরেশনে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত বলেও জানা গেছে।
এর আগে বাসায় বসে টিকাগ্রহণের ছবি ফেসবুকে পোস্ট দেওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে রোববার (৮ আগস্ট) রাতে হাসান নামে একজনকে আটক করে। অন্যদিকে মোবারককে সোমবার দুপুরের দিকে আটক করা হয়।
জানা গেছে, শনিবার ‘মো. হাসান’ (MD. Hasan) নামে নিজ ফেসবুকে টিকাগ্রহণের ছবি পোস্ট করে হাসান লেখেন, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধু মো. মোবারক আলীকে কোভিড ভ্যাকসিন প্রদানে সহায়তা করার জন্য। আলহামদুলিল্লাহ্ মডার্নার ১ম ডোজ সম্পন্ন।’ পোস্টটি দেওয়ার পরই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। পরে রোববার রাতে তিনি পোস্টটি সরিয়ে নেন।
সরকারি বিধি অনুযায়ী, নির্দিষ্ট টিকা কেন্দ্রের বাইরে গিয়ে বাসা-বাড়ি কিংবা অন্য কোনো স্থানে টিকা দেওয়া সম্পূর্ণ অবৈধ। পুলিশ সূত্রে জানা গেছে, মোবারক আলী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একজন কর্মকর্তা।
কেএম/এসএসএইচ