বাসায় বসে করোনার টিকা নেওয়ায় গ্রেফতার ২
চট্টগ্রামের খুলশীতে বাসায় বসে করোনাভাইরাসের টিকা নেওয়ার ঘটনায় চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় মোবারক ও হাসান নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ আগস্ট) বিকেলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, সরকারি টিকা আত্মসাৎ করে অবৈধভাবে ব্যবহারের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) চিকিৎসক ডা. তপন কুমার চক্রবর্তী বাদী হয়ে মামলাটি করেছেন।
তিনি বলেন, মামলায় মোবারক ও হাসান নামে দুই জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া সাজ্জাদ ও বিষু দে নামে দুই জনকে মামলায় আসামি করা হয়েছে। বিষু দে টিকা সংগ্রহ করে তাদের দিয়েছিলেন। এছাড়া মামলায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। সাজ্জাদ ও বিষু দেকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।
মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, বিষু দে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাট্টলী এলাকার মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে করোনার টিকাদান কার্যক্রমে দায়িত্বরত ছিলেন। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত বলে জানতে পেরেছি। এছাড়া টিকা দেওয়ার ব্যাপারে অনেক তথ্যই আমরা পেয়েছি। আমরা তদন্ত করে দেখছি পুরো ঘটনাটি। ৭ আগস্ট এ ঘটনা ঘটেছে।
এর আগে বাসায় বসে টিকাগ্রহণের ছবি ফেসবুকে পোস্ট দেওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে রোববার (৮ আগস্ট) রাতে হাসান নামে একজনকে আটক করে। অন্যদিকে মোবারককে সোমবার দুপুরের দিকে আটক করা হয়।
সকালে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান ঢাকা পোস্টকে বলেছিলেন, হাসান বাসায় বসেই করোনার টিকা নিয়েছেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। ব্যাংক কর্মকর্তা মোবারক আলীর বাসায় তারই সহযোগিতায় টিকা নিয়েছেন হাসান।
তিনি বলেন, করোনার টিকা তো বাসায় নেওয়ার সুযোগ নেই। কেউ তো বাসায় গিয়ে টিকা দিতে পারে না। আবার কেউ নিতেও পারে না। বিষয়টি আমাদের নজরে আসার পর হাসানকে আটক করেছি।
জানা গেছে, শনিবার ‘মো. হাসান’ (MD. Hasan) নামে নিজ ফেসবুকে টিকাগ্রহণের ছবি পোস্ট করে হাসান লেখেন, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধু মো. মোবারক আলীকে কোভিড ভ্যাকসিন প্রদানে সহায়তা করার জন্য। আলহামদুলিল্লাহ্ মডার্নার ১ম ডোজ সম্পন্ন।’ পরে রোববার রাতে তিনি পোস্টটি সরিয়ে নেন।
সরকারি বিধি অনুযায়ী, নির্দিষ্ট টিকাদান কেন্দ্রের বাইরে গিয়ে বাসা-বাড়ি কিংবা অন্য কোনো স্থানে টিকা দেওয়া সম্পূর্ণ অবৈধ। পুলিশ বলছে, মোবারক আলী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একজন কর্মকর্তা।
এ ব্যাপারে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি ঢাকা পোস্টকে বলেন, পুলিশকে অনুরোধ করেছি আইনগত ব্যবস্থা নিতে। পাশাপাশি কোন স্বাস্থ্যকর্মী জড়িত তাকেও খুঁজে বের করতে অনুরোধ করেছি। ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে না কে টিকা দিচ্ছে।
তিনি বলেন, বাসায় টিকা দেওয়ার ঘটনায় জড়িত স্বাস্থ্যকর্মীকে খুঁজে বের করতে চেষ্টা করছি। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের টিকা কার্যক্রমের সঙ্গে জড়িত কেউ না। তবে আউটসোর্সিংয়ের স্টাফদের ডেকে নিয়ে টিকা দিয়েছে কি না তা দেখা হচ্ছে। এছাড়া টিকা কোত্থেকে নিয়েছে, গণটিকার টিকা কি না তা খুঁজে বের করতে পুলিশকে অনুরোধ করেছি। খুঁজে পেলে ব্যবস্থা নেওয়া হবে।
কেএম/এসএসএইচ