রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ১৩
রাজধানীর রমনা, শাহবাগ ও বাড্ডা থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ ও থানা পুলিশ।
শনিবার (৭ আগস্ট) রাতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করে পুলিশের পৃথক দল।
গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান বলেন, শনিবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রমনা থানার রমনা পার্ক সংলগ্ন রমনা চাইনিজ রেস্টুরেন্টের সামনে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করে অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
আটকরা হলেন- আব্দুল্লাহ আল মাসুদ, বাবুল মিয়া, স্বপন রহমান, মো. মানিক ও জুয়েল হোসেন। এ সময় তাদের হেফাজত থেকে ২টি স্টিলের চাকু উদ্ধার করা হয়।
তিনি বলেন, অপর এক অভিযানে গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম একই দিন রাত ১০টার দিকে শাহবাগ থানার আজিজ সুপার মার্কেটের মুসলিম সুইটস অ্যান্ড বেকারির সামনে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- ইয়াছিন ওরফে বাবু, কালু মিয়া, ফজলে আলী, আল-আমিন ও স্বপন। এ সময় তাদের হেফাজত থেকে ৩টি স্টিলের চাকু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি আরও বলেন, আটকরা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের স্থায়ী কোনো ঠিকানা নেই। তারা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ভাসমান যাত্রী, পথচারীদের টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে থাকেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে রমনা ও শাহবাগ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, রাজধানীর বাড্ডা এলাকা থেকে অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ। আটকরা হলেন- মো. হৃদয়, মো. আকাশ ও মো. ফাহিম। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতিকাজে ব্যবহৃত ১টি চাপাতি, ১টি চাকু, ২টি লোহার রড ও ১০ হাত পাটের রশি উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শনিবার (৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বাড্ডা থানার উত্তর বাড্ডা আলীর মোড় এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে জব্দকৃত মালামালসহ তাদের আটক করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যান। সহযোগী পলাতক আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।
বাড্ডার ওসি আজাদ বলেন, আটকরা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সাধারণ পথচারী, বাসাবাড়ি ও বিভিন্ন অফিসের মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে থাকেন। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/এইচকে