পরীমণিকে নিয়ে বাসা থেকে বের হলো র্যাব
অভিযান শেষে আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে আটক করে বাসা থেকে বের করে নিয়ে এসেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (৪ আগস্ট) রাত ৮টা ১১ মিনিটে তাকে নিয়ে বের হন র্যাব সদস্যরা।
এর আগে বিকেল চারটায় বনানীর লেক ভিউ ১৯/এ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে পরীমণির ফ্ল্যাটে অভিযানে যান র্যাবের সদস্যরা। এসময় প্রায় ঘণ্টাখানেক পরীমণি র্যাব সদস্যদের গেটের বাইরে রেখে বাসার ভেতরে অবস্থান করে ফেসবুক লাইভে যান।
ফেসবুক লাইভে তিনি জানান, ‘তার বাসায় অজ্ঞাত লোকেরা এসেছে, তারা বলছে পুলিশের লোক। কিন্তু তাতের গায়ে বিভিন্ন রঙের পোশাক আছে, তাই আমি দরজা খুলছি না। আপনারা আমার বাসার সামনে আসুন।’
প্রায় এক ঘণ্টা পর ফেসবুক লাইভ শেষ করে তিনি র্যাব সদস্যদের বাসার ভেতরে ঢুকতে দেন।
র্যাব সদস্যরা তার বাসায় প্রায় ৩ ঘণ্টা অভিযান চালান। অভিযানের এক পর্যায়ে তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। র্যাব জানায়, অভিযানের সময় মদসহ বিভিন্ন বিষয়ে পরীমণিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর হুসাইন রইসুল আজম মনি জানান, পরীমণিকে আটকের পর র্যাবের সদর দফতরে নেওয়া হচ্ছে।
এমএসি/এআর/আরএইচ/জেএস