২ দিনে ঢাকায় ফিরেছেন সাড়ে ১২ লাখ, ছেড়েছেন ৯ লাখ মানুষ
কঠোর বিধিনিষেধের মধ্যেই রাজধানীতে ফিরেছেন সাড়ে ১২ লাখের বেশি মানুষ। আর ঢাকা ছেড়েছেন ৯ লাখের বেশি মানুষ। আর ঈদ উপলক্ষে গত নয় দিনে কোটির বেশি মানুষ ঢাকা ছাড়লেও প্রবেশ করেছেন ২১ লাখ মতো মানুষ। ঢাকায় প্রবেশ ও বের হওয়া মোবাইল ফোনের সিম ব্যবহারকারীর সংখ্যা বিশ্লেষণ করে এমন তথ্য উঠে এসেছে।
কঠোর বিধিনিষেধের মধ্যে ঢাকায় ফিরেছেন ১২ লাখ ৮৭ হাজার ৭৫২ জন সিম ব্যবহারকারী। শুক্রবার (২৩ জুলাই) ঢাকায় ফিরেছেন ৮ লাখ ৮১ হাজার ১০৪ ও শনিবার (২৪ জুলাই) চার লাখ ছয় হাজার ৬৪৮ জন সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন।
এ দুদিনে ঢাকা ছেড়েছেন ৯ লাখ ১৬ হাজার ৬০৪ জন সিম ব্যবহারকারী। ২৩ জুলাই ঢাকা ছেড়েছেন পাঁচ লাখ ৮৬ হাজার ৭৭৯ এবং ২৪ জুলাই তিন লাখ ২৯ হাজার ৮২৫ জন সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।
রোববার (২৫ জুলাই) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিম ব্যবহারকারীর সংখ্যাগুলো তুলে ধরেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি লিখেছেন, ‘মোবাইল সিমের ঢাকা আসা যাওয়ার সর্বশেষ পরিসংখ্যানটি একটু আগে পেলাম। মজার বিষয় হলো ২৪ জুলাই ঢাকা আসা অনেক কমেছে। তবে ঢাকা ছেড়ে যাওয়াও রয়েছে।’
সিম ব্যবহারকারীর সংখ্যা হিসাব করে দেখা যায়, ২৪ জুলাই (শনিবার) পর্যন্ত এক কোটি ১৪ লাখ ১১ হাজার ২৮৭টি সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এর মধ্যে গ্রামীণফোনের ৫৪ লাখ ৯৫ হাজার ১২, রবি আজিয়াটার ২৪ লাখ ৪২ হাজার ১৫০, বাংলালিংকের ২৯ লাখ ৮৫ হাজার ৯৬৫ ও টেলিটকের চার লাখ ৮৮ হাজার ১৬০ জন গ্রাহক রয়েছেন।
গত ১৫ জুলাই ঢাকার বাইরে যাওয়া সিম ব্যবহারকারীর সংখ্যা ছিল সাত লাখ ৩১ হাজার। নয় দিন পর তা দাঁড়িয়েছে ১ কোটি ১৪ লাখ ১১ হাজার ২৮৭টিতে। সবচেয়ে বেশি মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন ২০ জুলাই, এ দিন ২৭ লাখ ৯৩ হাজার ৫১৪ জন সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।
এ বিষয়ে গত রোববার মোস্তাফা জব্বার ঢাকা পোস্টকে জানিয়েছিলেন, এ পরিসংখ্যান দিয়ে সঠিকভাবে বলা যাবে না যে এত মানুষ ঢাকা ছেড়েছেন। মানুষের সংখ্যা এর চেয়ে কমও হতে পারে। তবে কত ভাগ কম হবে তা বলা কঠিন। আমার কাছে মনে হয়েছে, এবার গত ঈদুল ফিতরের চেয়ে তুলনামূলক কম মানুষ ঢাকা ছেড়েছে।
তবে সংশ্লিষ্টরা মনে করছেন, মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হবে। কারণ অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছাড়ছেন। একটি পরিবারের সবাই মোবাইল ব্যবহার করেন না, বিশেষ করে অল্প বয়সীরা। আবার অনেকেই আছেন একাধিক সিম ব্যবহার করেন।
প্রসঙ্গত, গত ঈদুল ফিতরের সময়ে এক কোটি মানুষের বেশি মোবাইল গ্রাহক ঢাকা ছেড়ে যায়।
একে/ওএফ