চট্টগ্রামের শীর্ষ মাদক কারবারি আল আমিন ও তাজুল গ্রেফতার
চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি মো. আল আমিন (৩২) ও মো. তাজুল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ জুলাই) বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় লোহার ব্রিজের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে এক হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মো. আল আমিনের বিরুদ্ধে ১৭টি ও মো. তাজুল ইসলামের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।
রোববার (২৫ জুলাই) বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অক্সিজেন মোড় লোহার ব্রিজের উপর থেকে মো. আল আমিন ও মো. তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের তল্লাশি করে মোট এক হাজার ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি বলেন, ছিনতাইয়ের দায়ে আগে কয়েকবার আল আমিনকে পুলিশ গ্রেফতার করে। ছিনতাইয়ে গ্রেফতারের ঝুঁকি বেশি, মাদকে ঝুঁকি কম- এমন চিন্তাভাবনা থেকে আল আমিন আস্তে আস্তে ইয়াবা বিক্রিতে জড়িয়ে যায়। কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে নগরীতে বিক্রি শুরু করে আল আমিন। ইয়াবা আনা ও কেনাবেচায় তাজুল তার বিশ্বস্ত সহযোগী।
দুই জনের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. কামরুজ্জামান।
কেএম/এসএসএইচ