ফকির আলমগীর তার কর্মে বেঁচে থাকবেন
ফকির আলমগীর তার কর্মের মধ্যে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দেশবরেণ্য শিল্পীর অন্তিম শয়ানে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, গুণী শিল্পী ফকির আলমগীরের মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। ফকির আলমগীর মানুষের অধিকার আদায়ের কথা গানে গানে তুলে ধরেছেন। তিনি গণমানুষের কথা বলেছেন।
প্রতিমন্ত্রী বলেন, মানুষের অধিকার আদায়ের কথাগুলো বাংলাদেশের সীমানা ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে তিনি কাজ করে গেছেন। ফকির আলমগীর তার কর্মের মধ্যে বেঁচে থাকবেন।
করোনায় আক্রান্ত হয়ে প্রখ্যাত গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর শুক্রবার (২৩ জুলাই) রাত ১০টা ৫৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এইউএ/আরএইচ