চট্টগ্রামে করোনায় নতুন ৭৬৫ জন আক্রান্ত, মৃত্যু ৬
চট্টগ্রামে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬৫ জন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। করোনা শনাক্তের হার ৩১.৩৭ শতাংশ।
রোববার (১৯ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ৯টি ও কক্সবাজারের একটি ল্যাবে দুই হাজার ৮৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৭৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৫৬৮ জন এবং বিভিন্ন উপজেলার ১৯৭ জন রয়েছেন।
উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে লোহাগড়ার ১৫ জন, সাতকানিয়ার ১৩ জন, বাঁশখালীর ১৩ জন, আনোয়ারার ৫ জন, চন্দনাইশের ১১ জন, পটিয়ার ২৮ জন, বোয়ালখালীতে ৩০ জন, রাঙ্গুনিয়ার ৩ জন, রাউজানের ৮ জন, ফটিকছড়ির ৬ জন, হাটহাজারীর ৬ জন, সীতাকুণ্ডের ১৯ জন, মিরসরাইয়ের ২৪ জন ও সন্দ্বীপের ১৬ জন রয়েছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৬৬৭ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫৪ হাজার ৫২৯ জন। আর জেলার বিভিন্ন উপজেলায় ১৭ হাজার ১৩৮ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ৪ জন নগরের বাসিন্দা, বাকি ২ জন নগরীর বাইরের। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৮৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫২১ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৩২০ জন।
এর আগে, রোববার (১৮ জুলাই) চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৯৪৫ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।
কেএম/এমএইচএস