পশুর হাটে আগতদের সচেতন করছেন সাগর
কোরবানির পশুর হাটে টাকা হারানো, বিভিন্ন পার্টির খপ্পরে পড়া, চাঁদাবাজি নিত্য-নৈমিত্তিক বিষয়। তার ওপর নতুন করে যুক্ত হয়েছে করোনাভাইরাস। তাই মানুষকে সচেতন করতে ঐতিহাসিক গাবতলী গবাদি পশুর হাটের প্রধান গেটের সামনে ব্যানার হাতে দাঁড়িয়েছেন তেজগাঁও কলেজ শিক্ষার্থী মো. মোখলেছুর রহমান সাগর। আগেও তাকে বিভিন্ন ইস্যুতে ব্যানার হাতে মানুষকে সচেতন করতে দেখা গেছে।
শুক্রবার (১৬ জুলাই) গাবতলী হাটে দেখা যায়, তার হাতে থাকা ব্যানারে লেখা— ‘করোনা মোকাবিলায় সচেতন হোন, সামাজিক দূরত্ব মেনে চলুন, মাস্ক পরুন। কোরবানির পশুর হাটে অপরিচিত কারও দেওয়া কোনো কিছু খাবেন না, অজ্ঞান পার্টি থেকে সাবধান, জাল টাকা হতে সাবধান, মোবাইল মানিব্যাগ সাবধান, পশুর হাটের বাইরে কোনো লেনদেন করবেন না।’ এ সময় তার হাতে থাকা মাইক থেকেও সচেতন হওয়ার বাণী শোনা যায়।
জানতে চাইলে সাগর ঢাকা পোস্টকে বলেন, ২০১৩ সাল থেকে বিবেকের তাড়নায় এককভাবে দেশের মানুষের বিভিন্ন সমস্যা ও সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে প্রতিবাদ এবং সামাজিক সচেতনতামূলক কাজ করে আসছি। তার ধারাবাহিকতায় আজ গাবতলী পশুর হাটে এসেছি। প্রতিবছরই দেশের কোনো না কোনো প্রান্তিক খামারিরা গরুর হাটে এসে নিঃস্ব হয়ে যায়। তাই ক্রেতা বিক্রেতা সবাইকে সচেতন করতে আমার এই উদ্যোগ।
এমএইচএন/এসএসএইচ