রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেটি বাজার এলাকা চার তলার ছাদ থেকে পড়ে ঝরনা (৩) নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার (১১ জুলাই) বিকেল ৫ টায় তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মামা আশিক ঢাকা পোস্টকে বলেন, আমার বোনের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে ঝরনা ছিল সবার ছোট।তার বাবা একজন রিকশাচালক। আমার ভাগ্নি বিকেলে চার তলার ছাদে খেলতে যায়। পরে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, আমার বোন কামরাঙ্গীরচর সিলেটি বাজার এলাকায় ওই ভবনের নিচতলায় ভাড়া থাকেন। তিনি নেত্রকোনা জেলার সদর থানার বশ্বিউড়া গ্রামের আনোয়ারের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, কামরাঙ্গীরচর এলাকায় ছাদ থেকে পড়ে এক শিশু গুরুতর আহত হয়। পরে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।
এসএএ/ওএফ