সিনোফার্মের আরও ৭৮ হাজার টিকা পাচ্ছে চট্টগ্রাম
সিনোফার্মের তৈরি আরও ৭৮ হাজার ডোজ চীনা টিকা পাচ্ছে চট্টগ্রাম। রোববার (১১ জুলাই) সকালে টিকা চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে।
শনিবার (১০ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রামে সিনোফার্মের টিকা এর আগেও একদফা এসেছিল। আগামীকাল রোববার সকালে ৭৮ হাজারের সামান্য কিছু বেশি টিকা আসবে। এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ের এসে পৌঁছাবে সকালে। চট্টগ্রামে আসার পর টিকা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড স্টোরে রাখা হবে।
তিনি আরও বলেন, এই টিকা কাকে দেওয়া হবে এখনও নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে প্রথম দফায় সিনোফার্মের তৈরি ৯১ হাজার ২০০ ডোজ চীনা টিকা পেয়েছে চট্টগ্রাম। টিকা প্রাপ্তির পর গত ১৯ জুন থেকেই চীনা এ টিকার প্রয়োগও শুরু হয়েছে। মেডিকেল শিক্ষার্থীদের টিকা দেওয়ার মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কেন্দ্রে এ টিকাদান শুরু হয়। পরে অগ্রাধিকার তালিকাভুক্ত অন্যদের টিকাদান কার্যক্রমও শুরু হয়, যা বর্তমানে চলমান রয়েছে। চমেক হাসপাতাল কেন্দ্রের বাইরে চট্টগ্রামের আরও দুটি কেন্দ্রে এ চীনা টিকাদান কার্যক্রম চলছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, কিছু দিনের মধ্যে মডার্নার টিকাও পাবে চট্টগ্রাম। তবে কেবল সিটি করপোরেশন এলাকাতেই এই টিকা দেওয়া হবে। মর্ডানার টিকাদান কার্যক্রম শুরুর লক্ষে এর মধ্যে কেন্দ্র ও টিকাদান টিম প্রস্তুতের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
প্রসঙ্গত, এর আগে দুই দফায় সবমিলিয়ে ৮ লাখ ডোজের সামান্য বেশি ( অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার) টিকা পায় চট্টগ্রাম। গত ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয় চট্টগ্রামে।
কেএম/এইচকে