তুরাগ থেকে ইয়াবা কারবারি গ্রেফতার
রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে মো. মামুন শিকদার নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার মামুন শিকদারের বাড়ি তুরাগ থানার ধউর এলাকায়। দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক ব্যবসায়ীরা তার কাছে ইয়াবা পাঠাতো। পরে সে এসব ইয়াবা রাজধানীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করত। মামুন দীর্ঘদিন ইয়াবার সাপ্লায়ার হিসেবে কাজ করে আসছিল। তাকে গ্রেফতারের জন্য আমরা চেষ্টা করে আসছিলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ধউর এলাকায় মামুন অবস্থান করছে। পড়ে সেখানে অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছে।
মামুনের বিরুদ্ধে ডিএমপির তুরাগ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।
এমএসি/এমএইচএস