ছেলে শিশুকে নির্যাতনের অভিযোগে হাফেজ গ্রেফতার

রাজধানীর তুরাগ থানা এলাকায় ৯ বছরের এক মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাফর আহমেদ নামে এক হাফেজের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
গ্রেফতার হাফেজ জাফর আহমেদ কামারপাড়া নতুন বাজারের বাইতুর রাসাদ জামে মসজিদের ইমাম জাকারিয়ার ছোট ভাই। সোমবার (৫ জুলাই) তুরাগের কামারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঢাকা পোস্টকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তুরাগ থানা সূত্রে জানা যায়, এই ঘটনায় ১ জুলাই তুরাগ থানায় একটি মামলা হয়েছিল। মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৮ জুন সকাল ৯টার দিকে শিশুটি মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়। পথে এক লোক তাকে কামারপাড়ার স্থানীয় হাবিবুর রহমানের পাঁচতলা বাড়ির চতুর্থ তলার একটি খালি ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন করা হয়। শিশুটি বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে। পড়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
তুরাগ থানা জানায়, আজ (সোমবার) শিশুটি নিজ বাসার সামনে খেলা করছিল। জাফরও সেই দিক দিয়ে যাচ্ছিল। শিশুটি জাফরকে চিনে ফেলে এবং তার বাবাকে জানায়। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
বিজ্ঞাপন
জিজ্ঞাসাবাদ শেষে জাফরকে আদালতে পাঠাবে তুরাগ থানা।
এআর/এমএইচএস