আশুলিয়ায় বিপুল পরিমাণ জাল নোটসহ আটক ২
ঢাকা জেলার আশুলিয়ার গাজীরচট এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকাসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো. জসিম (৩৫) ও মো. আলাউদ্দিন হোসেন হাওলাদার (৩৪)।
সোমবার (৫ জুলাই) র্যাব-৪ এর সহকারি পরিচালক (অপস) সহকারি পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
জিয়াউর রহমান চৌধুরী বলেন, রোববার (৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে গাজীরচটের বাগবাড়ী এলাকায় র্যাব-৪ এর একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ২ লাখ ৮৩ হাজার টাকার জালনোট, ২টি সিল, ২টি স্ট্যাম্প প্যাড, ১টি মোটরসাইকেল, ৭টি মোবাইল ও নগদ ৯ হাজার ৪৮০ টাকাসহ দুই জনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা পরস্পর যোগসাজশে ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার নিকটবর্তী এলাকায় জাল নোট তৈরি করে বিভিন্ন মাধ্যমে স্বল্প মূল্যে বিক্রি করে আসছিল।
আরও জানা যায়, তারা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় এই জাল নোটের ব্যবসা পরিচালনা করত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় জাল নোট সংক্রান্ত ৬টি মামলা রয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও র্যাবের এই কর্মকর্তা জানান।
এমএসি/এমএইচএস