বাবুবাজার-নয়াবাজারে বাড়ছে মানুষের আনাগোনা
সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকার প্রবেশমুখ বাবুবাজার ব্রিজ ও নয়াবাজার এলাকায় কঠোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে ঘর থেকে বাইরে আসা মানুষ নানা অজুহাত দেখিয়ে পার হচ্ছে চেকপোস্ট।
আজ সোমবার (৫ জুলাই) পুরান ঢাকার বাবুবাজার ব্রিজ ও নয়াবাজার এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, লকডাউনের পঞ্চম দিনে বাবুবাজার ব্রিজ এলাকায় সাধারণ মানুষের আনাগোনা বেড়েছে।
বাবুবাজার ব্রিজের সামনে দায়িত্বরত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির ঢাকা পোস্টকে বলেন, পোস্তগোলা ব্রিজ ও বাবু বাজার ব্রিজতে কঠোর অবস্থানে আছি। অহেতুক যেন কেউ চলাচল করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। তবে যারা জরুরি দরকারে যাতায়াত করছেন তাদের বাধা দেওয়া হচ্ছে না।
নয়াবাজার চেকপোস্টের এক পুলিশ কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, আজ রাস্তা মানুষের সংখ্যা কিছুটা বেশি। আজ থেকে ব্যাংক খোলা। মানুষ বাড়ার সেটা একটা কারণ। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে মানুষ অকারণে বাইরে না আসে।
নবাবপুরের দোকানদার মনির হোসেন ঢাকা পোস্টকে বলেন, নবাবপুরের আমার দোকান আছে। আজ চার দিন হলো দোকান বন্ধ। কিন্তু এভাবে চললে তো সংসার চালাতে সমস্যায় পড়ব। তাই একটু দোকান থেকে ঘুরে আসতে বেড় হয়েছি।
টিএইচ/এইচকে