লকডাউনের তৃতীয় দিনে চট্টগ্রামে ৪৫ মামলা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের তৃতীয় দিনে অভিযান চালিয়ে ৪৫ মামলায় ২৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩ জুলাই) চট্টগ্রামের পাঁচলাইশ, কাজির দেউরী, খুলশী, বায়ে-জিদ, পাহাড়তলি, আকবর-শাহ, পতেঙ্গা, ইপিজেড, সদরঘাট, কোতোয়ালি ও হালিশহর এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ঢাকা পোস্টকে বলেন, জেলা প্রশাসনের নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়েছে। সরকার ঘোষিত বিধিনিষেধ না মেনে দোকান, রেস্টুরেন্ট খোলা রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৫ মামলায় ২৩ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, সড়কে সরকারি বিধিনিষেধ না মানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নয়টি গাড়ি আটক করেছে এবং নয়টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে।
সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আরাফাতুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে চট্টগ্রাম নগরের চারটি প্রবেশপথসহ মোট ১৬টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করেছে পুলিশ। গাড়ি নিয়ে বের হওয়ার সঠিক কারণ দেখাতে না পারায় নয়টি গাড়ি আটক ও নয়টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
কেএম/আরএইচ