জুলাইয়ের শুরুতে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা আসছে
জুলাইয়ের শুরুতে ২৫ লাখ ডোজ টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (৩০ জুন) জাতীয় সংসদের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী মাসের ২ থেকে ৩ তারিখের মধ্যে ২৫ লাখ মডার্নার টিকা চলে আসবে। চীনা টিকাও একই সময়ে চলে আসবে। কোভ্যাক্স সুবিধা থেকে ডিসেম্বরের মধ্যে ছয় কোটি ৩০ লাখ টিকা পাব।
তিনি বলেন, সিনোফার্মের সঙ্গে দেড় কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। আমাদের হাতে ডিসেম্বর পর্যন্ত ১০ কোটি টিকার ব্যবস্থা রয়েছে, যা দিয়ে পাঁচ কোটি লোককে টিকা দিতে পারব।
মন্ত্রী বলেন, জনসন অ্যান্ড জনসনের টিকা আছে সাত কোটি। সেটা আগামী বছরের প্রথম কোয়ার্টারে পাব। এ দিয়ে সাত কোটি লোককে আমরা টিকা দিতে পারব। অর্থাৎ আগামী বছরের প্রথম কোয়ার্টারে মোট ৮০ ভাগ লোককে টিকা দিতে পারব।
এইউএ/আরএইচ