ছিনতাইকারীদের থেকে স্বর্ণ ক্রয়, গ্রেফতার ২
চট্টগ্রামে ছিনতাই হওয়া স্বর্ণের চেইনসহ দুই স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একদিন আগে গ্রেফতার হওয়া ছিনতাইকারী আকাশের রিমান্ডে দেওয়া তথ্য অনুযায়ী চৌমুহনী ও মৌলভীপাড়া থেকে শনিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চারটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হল- হাবিলাসদ্বীপ স্বর্ণ শিল্পালয়ের স্বত্বাধিকারী পূজন ভাদুরী (৪৫) ও মদিনা গোল্ড ফ্যাশনের স্বত্বাধিকারী লিটন ধর (৩২)।
রোববার (২৭ জুন) ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতারকৃত পূজন ও লিটন স্বর্ণ ব্যবসায়ী। কিন্তু তারা ছিনতাইকারীর কাছ থেকে স্বর্ণ কিনত। দাম কম, লাভ ভাল- তাই ছিনতাইকারীদের কাছ থেকে স্বর্ণ কিনত বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়।
গত ২৩ জুন গ্রেফতারকৃত ছিনতাইকারী আকাশকে রিমান্ডে আনলে এই তথ্য পাওয়া যায়। পরে আকাশের দেওয়া তথ্য অনুযায়ী মৌলভীপাড়া অপরূপা স্টুডিওর পাশে মদিনা গোল্ড ফ্যাশনে অভিযান চালিয়ে লিটন ধর ও চৌমুহনী হাবিলাসদ্বীপ স্বর্ণ শিল্পালয় থেকে পূজন ভাদুরীকে গ্রেফতার করা হয়। তাদের উভয়ের কাছ থেকেই দুটি করে স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। আকাশসহ এ দুজনের বিরুদ্ধে ৪১৩ ধারায় ডবলমুরিং থানায় মামলা করা হয়েছে।
কেএম/ওএফ