পটিয়ায় নির্মাণাধীন সেতুর গার্ডার ধস, আহত ২
চট্টগ্রামের পটিয়া উপজেলায় শিকলবাহা খালের ওপর নির্মাণাধীন কালারপোল সেতুর গার্ডার ধসে পড়েছে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে কালারপোল সেতুর গার্ডার ধসে পড়ে। এ ঘটনায় দুই শ্রমিক আহত হন। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিকরা হলেন- মো. বিপুল (৩৬) ও মো. মফিজ (৩৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় আকস্মিকভাবে ব্রিজের গার্ডারের তিনটি অংশ শিকলবাহা খালে ধসে পড়ে। প্রচণ্ড শব্দ শুনে এলাকার লোকজন সেখানে যান। তারা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
স্থানীয়দের অভিযোগ, ত্রুটিপূর্ণ নির্মাণকাজের কারণে সেতুটির গার্ডার ধসে পড়েছে। তবে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দাবি, কোনো অনিয়ম হয়নি।
দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ সাংবাদিকদের জানান, হাইড্রোলিক জ্যাকের (ক্রেন) মাধ্যমে গার্ডার বসানোর সময় হঠাৎ জ্যাকের পাইপ ফেটে যায়। এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে গার্ডার পড়ে যায়।
তিনি আরও জানান, একটি গার্ডার থেকে আরেকটি গার্ডারের দূরত্ব দুই মিটার। যে কারণে একটির ধাক্কায় তিনটি গার্ডার পড়ে যায়। কাজে কোনো অনিয়ম হয়নি।
প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ চলছে। ইতোমধ্যে প্রায় ৯৫ শতাংশের কাজ শেষ হয়েছে।
কেএম/এমএআর/