লকডাউনে যা চলবে, যা চলবে না
করোনার সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী সাত দিন সারাদেশে কঠোর লকডাউন কার্যকর করতে যাচ্ছে সরকার।
শুক্রবার (২৫ জুন) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তার আগে তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকারও বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন। এই লকডাউনে কী চলবে এবং কী চলবে না সে সম্পর্কে তারা কিছুটা আভাস দিয়েছেন।
যা চলবে না/বন্ধ থাকবে-
সব সরকারি-বেসরকারি অফিস
দোকানপাট ও শপিংমল
সব ধরনের গণপরিবহন ও অন্যান্য যানবাহন
লকডাউন চলাকালে যা চলবে/চালু থাকবে-
জরুরি পরিষেবা
জরুরি পণ্যবাহী যান
চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন
সংবাদপত্র সংক্রান্ত যান
এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মানুষ অপ্রয়োজনে বাইরে আসবে না। তবে বাজেটের যে বিষয়টি আছে, এ সংক্রান্ত যে কার্যক্রমগুলো আছে, এনবিআর এবং ব্যাংক সম্পর্কিত যে বিষয়গুলো আছে, সেগুলো সীমিত পরিসরে খোলা থাকবে। তাছাড়া সবই বন্ধ থাকবে।
লকডাউনের বিষয়ে শনিবার প্রজ্ঞাপন জারি করা হবে। কী কী চালু থাকবে এবং কী কী বন্ধ থাকবে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ থাকবে প্রজ্ঞাপনে।
এসএইচআর/আরএইচ