চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় থেকে তিন ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুন) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান।
তিনি বলেন, আসামিরা ডাকাতির উদ্দেশ্যে জামালপুর থেকে বৃহস্পতিবার চট্টগ্রাম আসে। ডাকাতির প্রস্তুতিকালে রাতে অক্সিজেন মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি একনলা বন্দুক (এলজি), চার রাউন্ড কার্তুজসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার তিন জন হলেন- সুলতান (৩৪), মো. রিপন মিয়া (৩৮) ও মো. আকরাম হোসেন (৪০)। তারা জামালপুর সদর এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে জামালপুরে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পুলিশ গোপন সংবাদে জানতে পারে অক্সিজেন এলাকায় কিছু ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে আসামিদের দেহ তল্লাশি করে অস্ত্র উদ্ধার করা হয়। আসামিরা রাতে খালি জায়গায় দোকানে ডাকাতি করে। ডাকাতির উদ্দেশ্যেই অক্সিজেন এলাকায় অবস্থান করছিল তারা। এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।
আসামিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা হয়েছে।
কেএম/এসএসএইচ