৯ম পে-স্কেল ঘোষণার দাবি অধিকার আদায় ফোরামের
স্থায়ী পে-কমিশন গঠন করে ৯ম পে-স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন এবং গ্রেড অনুযায়ী বেতনস্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ করাসহ ৮ দফা দাবি জানিয়েছে ১১ থেকে ২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম।
শুক্রবার (১৮ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক পরিষদের সদস্য সচিব মো. মাহমুদুল হাসান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে ১১-২০ গ্রেডের কর্মচারীরা এর সুফল থেকে বঞ্চিত। তাই আমাদের ৮ দফা দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরছি।
তাদের অন্যান্য দাবিগুলো হলো— এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করা; সকল পদে পদোন্নতি বা পাঁচ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান ও ব্লক পোস্ট নিয়মিতকরণ; টাইমস্কেল, সিলেকশন গ্রেড পুনঃবহালসহ বেতন জ্যেষ্ঠতা বজায় রাখা; সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী নির্ধারণ; নিম্ন বেতনভোগীদের জন্য ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান ও শতভাগ পেনশন পূর্বের ন্যায় বহাল; সচিবালয়ের ন্যায় পদবি ও গ্রেড পরিবর্তন এবং কাজের ধরন ও পদ অনুযায়ী বেতনস্কেল প্রদান।
মানববন্ধনে সারাদেশে থেকে আসা ১১ থেকে ২০ গ্রেডের শতাধিক সরকারি চাকরিজীবী উপস্থিত ছিলেন।
এমএইচএন/এইচকে