সৈকতজুড়ে ছড়িয়ে থাকা মাল্টার রহস্য উদ্ধার, দেওয়া হচ্ছে মাটিচাপা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সৈকতের আধা কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা নষ্ট মাল্টা মাটি চাপা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর থেকে মাল্টাগুলো মাটি খুঁড়ে চাপা দেওয়ার কাজ শুরু হয়েছে।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাউয়ূম শাহ। তিনি বলেন, ১৪ জুন মধ্যরাতে কিছু লোক দুই কাভার্ডভ্যান নষ্ট মাল্টা এনে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ফেলে যায়। সাগরের পানিতে এই মাল্টাগুলো প্রায় আধা কিলোমিটার এলাকায় ছড়িয়ে গেছে। এখন শ্রমিক দিয়ে এগুলো মাটিচাপা দেওয়ার কাজ চলছে। এই কাজ শেষ হতে রাত ৮-৯টা বাজবে।
তিনি আরও বলেন, কারা এগুলো ফেলে গেছে তা জানা যায়নি। মাল্টাগুলো খাবারের অনুপযোগী ও পচা। তাই পরিবেশ যাতে দূষিত না হয় সেজন্য মাল্টাগুলো মাটি চাপা দেওয়া হচ্ছে।
কেএম/ওএফ