প্লেন যাত্রীর পেট থেকে বের হলো ৫৮ পুটলি ইয়াবা
কক্সবাজার থেকে পাকস্থলীতে ইয়াবা বহন করে আনার অভিযোগে একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
তিনি কক্সবাজার থেকে একটি ফ্লাইটে সোমবার রাতে (১৪ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে মঙ্গলবার (১৫ জুন) সকালে তার পেট থেকে ইয়াবার ৫৮টি পুটলি বের করা হয়। ওই যাত্রীর নাম মোহাম্মদ শহীদুল্লাহ (৪২)।
এপিবিএন'র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই যাত্রী সোমবার রাতে ফ্লাইটে ঢাকায় আসেন। তিনি কক্সবাজার থেকে ঢাকার ফ্লাইটে ওঠার আগেই পেটে ২ হাজার ৬৭০ পিস ইয়াবা বহন করে এনেছিলেন। এয়ারপোর্ট এপিবিএন তাকে সন্দেহবশত আটক করে। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। এর পরপরই এক্স-রে পরীক্ষা করে তার পাকস্থলীতে ইয়াবার অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়।
পরে অভিযুক্ত প্রাকৃতিক কাজের মাধ্যমে তার পাকস্থলী থেকে একে একে ৫৮টি পুটলি বের করে আনেন, যার মধ্যে ২ হাজার ৬৭০ পিস ইয়াবা পাওয়া যায়।
জিয়াউল হক বলেন, আসামির বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।
এআর/জেডএস