চট্টগ্রাম বিআরটিএতে ২১ দালাল আটক
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে দালাল ও প্রতারক চক্রের ২১ সদস্যকে আটক করেছে র্যাব-৭।
রোববার (১৩ জুন) দুপুরে নতুনপাড়া বিআরটিএ কার্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, অভিযান চলাকালে দালালদের কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স করার ও মোটরযান রেজিস্ট্রেশন করার বিপুল পরিমাণ কাগজ জব্দ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বিআরটিতে আসা সেবাগ্রহণকারীরা দালালচক্রের হাতে হয়রানির শিকার হচ্ছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে বিআরটিএ কার্যালয় এলাকায় র্যাব আজ রোববার অভিযান চালায়। অভিযানে ২১ জন দালালকে আটক করে র্যাব।
বিআরটিএ উপপরিচালক মো. শহীদুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, র্যাব দালাল আটক করেছে বলে শুনেছি। আমরাও আগে ম্যাজিস্ট্রেটের সাহায্যে কয়েকবার অভিযান পরিচালনা করে দালাল আটক করেছি। বিআরটিএর কারও সাথে দালালদের সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, অফিসের আশেপাশে কিছু প্রতারক ঘুরাঘুরি করেন। সেবাপ্রত্যাশী কেউ গেলে টাকা নিয়ে নকল লাইসেন্স বানিয়ে দেয়। কারণ, দীর্ঘদিন ধরে অফিসিয়ালভাবে লাইসেন্স দেওয়া বন্ধ আছে।
শহীদুল্লাহ বলেন, দালালরা মূলত সেবাপ্রত্যাশীদের জাল লাইসেন্স তৈরি করে দিয়ে প্রতারণা করে। জাল লাইসেন্স তৈরির মেশিনসহ কিছু দালাল আটক করা হয়েছিল এর আগে। তখন তাদের প্রতারণা বন্ধ ছিল। কিন্তু কিছুদিন পরে আবার প্রতারণা শুরু করে। অভিযান পরিচালনা করায় ভালো হয়েছে। প্রতারকরা বছর খানেকের জন্য গা ঢাকা দেবে।
কেএম/এইচকে