জাল রশিদে ১০ লাখ টাকা আত্মসাতে মামলা
জাল রশিদের মাধ্যমে প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ভূমি সংস্কার বোর্ডের হিসাব রক্ষক ইমামুল বাশারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৯ জুন) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ দফতর ঢাকা পোস্টকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভূমি সংস্কার বোর্ডের হিসাব রক্ষক (কোর্ট অব ওয়ার্ডস ভাওয়াল রাজ এস্টেট) ইমামুল বাশার ২০১৫ সালের নভেম্বর থেকে ২০২০ সালের ৮ জুলাই পর্যন্ত দায়িত্ব পালনকালে বিভিন্ন তারিখে ভূমি সংক্ষার বোর্ডে অগ্রিম পরিশোধের ৯ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা ভুয়া রশিদের জমা দেওয়ার মাধ্যমে গ্রহণ করেন। পরবর্তীতে ওই টাকা ব্যাংকে জমা না দিয়ে প্রতারণা ও জালিয়াতির আশ্রয়ে আত্মসাৎ করেছেন, যা দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। ইমামুল বাশার বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন।
আরএম/এসএসএইচ