গ্রো ইউর রিডারের জ্ঞানের গাড়ির যাত্রা শুরু
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। এ অবস্থায় স্কুলে যাওয়ার ও পড়াশোনার আগ্রহ ধরে রাখতে গ্রো ইউর রিডার জ্ঞানের গাড়ি (WOW – Wheels of Wisdom) প্রোজেক্ট হাতে নিয়েছে। গাড়িটি বই নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের বাড়িতে বাড়িতে যাবে। গাড়ি থেকে শিশুরা বিনামূল্যে বই সংগ্রহ করে পড়তে পারবে।
বইয়ের সঙ্গে শিশুদের সম্পর্ক যাতে পুরোপুরি বিচ্ছিন্ন না হয়ে যায় সে লক্ষ্যেই কাজ করছে সংগঠনটি। করোনার মধ্যে গ্রো ইউর রিডার চলতি বছরের শুরুতে কাজ শুরু করে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিলে এ কার্যক্রম দুই মাস স্থগিত রাখা হয়। গ্রো ইউর রিডারের জ্ঞানের গাড়িটি সোমবার (৭ জুন) থেকে পুনরায় কার্যক্রম শুরু করেছে। গাড়িটি সপ্তাহে পাঁচ দিন ঢাকার তিনটি নিম্নআয়ের মানুষদের কমিউনিটিতে বই সরবরাহ করবে। সেইসঙ্গে করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও কাজ করবে।
সোমবার জ্ঞানের গাড়ি রাজধানীর এয়ারপোর্ট সংলগ্ন দক্ষিণখান, উত্তরখান এবং চালাবন এলাকায় কার্যক্রম চালিয়েছে। উদ্বোধনীতে গ্রো ইউর রিডার আয়োজন করে পুতুল নাচের, যার মাধ্যমে শিশুদের মধ্যে করোনা সচেতনতা এবং জ্ঞানের গাড়ি থেকে বই সংগ্রহ করার উপায় জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি হয়েছে এয়ারপোর্ট সংলগ্ন গাওয়াইর এলাকায়।
গ্রো ইউর রিডারের সহপ্রতিষ্ঠাতা সাদিয়া জাফরিন মনে করেন, এই উদ্যোগটি কিছুটা হলেও ওই এলাকার শিশুদের স্কুল থেকে ঝরে পড়ার হার কমাবে এবং শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে।
আরেক সহপ্রতিষ্ঠাতা আমিনা আজাদ বলেন, এই করোনা মহামারির অনিশ্চিত সময়ে সবাইকে আমাদের পাশে চাই, যাতে এরকম আরও উদ্যোগ আমরা গ্রহণ করতে পারি।
গ্রো ইউর রিডার আগামী মাস থেকে ঢাকার চারটি জায়গায় ‘বুক গ্যারেজ’ নামে চারটি পথ লাইব্রেরি স্থাপন করতে যাচ্ছে, যেখানে মানুষ তাদের পুরনো বই রেখে যেতে পারবে এবং যাদের প্রয়োজন বই নিয়ে তারা পড়তে পারবে। এই উদ্যোগের জন্য সংগঠনটি পুরনো ও নতুন বই সংগ্রহ করছে। এজন্য বই পড়ুয়াদের বুক গ্যারেজ ইভেন্টের ঠিকানায় বই পাঠানোর আহ্বান জানিয়েছে তারা।
গ্রো ইউর রিডার ২০১৬ সালে যাত্রা শুরু করে। মাঠ পর্যায় ছাড়াও অনলাইনে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি। তারা করোনাকালে অনলাইন লাইব্রেরির ব্যবস্থা করেছে, যেখানে শিশুরা ঘরে বসেই বই পড়ার সুযোগ পাচ্ছে।
এসএসএইচ