চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজুদ্দিন বাজার এলাকার একটি বহুতল মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০টা ৫ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এর আগে রাত ৮টার দিকে রিয়াজুদ্দিন বাজারের রহমান ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের নন্দনকানন, চন্দনপুরা ও আগ্রাবাদ স্টেশনের ৬টি ইউনিট কাজ শুরু করে। রাত ১০টা ৫ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরবর্তীতে জানানো হবে। তবে বেশ কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আগুন নিয়ন্ত্রণে আছে।
আরএমএন/এমজেইউ