চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে বহুতল মার্কেটে আগুন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার এলাকায় একটি বহুতল মার্কেটে আগুন লেগেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে রহমান ম্যানসন নামে মার্কেটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। খবর পেয়ে সংস্থাটি ৩টি স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরবর্তীতে জানানো হবে।
এমআর/এমএন