চট্টগ্রাম নগরে স্বস্তির বৃষ্টি

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরের আলো ফোটার আগে থেমে একেবারে হালকা বৃষ্টি হয়। কয়েক মিনিট স্থায়ী হওয়া এই বৃষ্টির সঙ্গে কিছু কোথাও কোথাও দমকা হাওয়া এবং বজ্রপাতের খবর পাওয়া গেছে।
বৃষ্টির কারণে শহরের রাস্তাঘাট কিছুটা ভিজে গেছে। একই সঙ্গে তীব্র গরমের মধ্যে এই বৃষ্টি নগরবাসীর জন্য প্রশান্তির অনুভূতি নিয়ে আসে।
আরও পড়ুন
চট্টগ্রাম আবহাওয়া অফিসের, পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরি জানিয়েছিলেন, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা চট্টগ্রামের আকাশ আংশিক মেঘলা বা সাময়িক মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে কোথাও অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে চট্টগ্রাম সমুদ্র বন্দরের জন্য সতর্কবাণী দেওয়া না হলেও নদী বন্দরকে ১ নম্বর নৌ সতর্ক-সংকেত দেখিয়ে যেতে বলা হয়।
চট্টগ্রামের বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসাইন বলেন, তীব্র গরমের পর এই বৃষ্টি সত্যিই অনেকটা প্রশান্তি নিয়ে এসেছে। বৃষ্টির কারণে পুরো শহরের লোকজন শীতল অনুভূতি পেয়েছে।
এমআর/এআইএস