বসনিয়া ভ্রমণকারীদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে কনস্যুলার ক্যাম্প

বসনিয়া ও হার্জেগোভিনা ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য প্রয়োজনীয় ভিসা সুবিধা দেওয়ার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প পরিচালনা করা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত বসনিয়া ও হার্জেগোভিনার অনাবাসিক রাষ্ট্রদূত হারিস হরলে কনস্যুলার ক্যাম্পের উদ্বোধন ও পরিচালনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের জনগণের সঙ্গে বসনিয়া ও হার্জেগোভিনার জনগণের সম্পর্ক জোরদারে অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন এ কনস্যুলার ক্যাম্প। বসনিয়া ও হার্জেগোভিনা ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য প্রয়োজনীয় ভিসা সুবিধা প্রদানের লক্ষ্যে এই কনস্যুলার ক্যাম্পটি পরিচালনা করা হয়। ক্যাম্প চলাকালে সরাসরি কনস্যুলার সহায়তা প্রদান করার পাশাপাশি নথিপত্র বৈধকরণ এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেওয়া হয়েছে।
এই প্রচেষ্টা বাংলাদেশ এবং বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যে কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণ ও বন্ধুত্ব জোরদারের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এনআই/এসএম