পররাষ্ট্রসচিবের সঙ্গে ইউএনএইচসিআর প্রতিনিধির বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রতিনিধি সুম্বুল রিজভী পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এই সাক্ষাৎ হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতকালে পররাষ্ট্রসচিব কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাম্প্রতিক সফরের কথা স্মরণ করেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গাদের দীর্ঘ সময় অবস্থানের ফলে স্থানীয় সম্প্রদায়ের ওপর নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরেন। এর মধ্যে মাদক চোরাচালান এবং মানবপাচারের মতো অপরাধের উত্থানও অন্তর্ভুক্ত।
জসীম উদ্দিন পুনর্ব্যক্ত করেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর সমাধান। উভয়পক্ষ রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকটের ওপর আসন্ন উচ্চ-পর্যায়ের সম্মেলন নিয়েও তারা আলোচনা করেছেন।
এনআই/জেডএস