অপরাধীদের ‘সেকেন্ড হোম’ বস্তির ৩০০ ঘর

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
পুলিশের গুরুত্বপূর্ণ অনেক পদ ফাঁকা, প্রভাব পড়ছে কাজেও
পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) পদ রয়েছে ২২টি। এখন আছেন ৯ জন। বাকি পদগুলো চলছে চলতি দায়িত্বে। ২২ পদের বাইরে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপির আরও ৭টি পদ আছে। সেগুলোতেও কাউকে পদোন্নতি দেওয়া হয়নি।
অতিরিক্ত আইজিপিসহ গুরুত্বপূর্ণ আরও অনেক পদ ফাঁকা রেখেই চলছে পুলিশ। আবার পদে থেকেও বিভিন্ন ইউনিটে সংযুক্ত আছেন ডিআইজি (উপমহাপরিদর্শক), অতিরিক্ত ডিআইজি ও এসপি (পুলিশ সুপার) পদমর্যাদার ১১৯ কর্মকর্তা। তাঁদের কার্যত কোনো দায়িত্ব নেই। তাঁদের বেশির ভাগই প্রতিদিন অফিসে গিয়ে হাজিরা দিয়ে বের হয়ে যান।
কালের কণ্ঠ
সুন্দরবন ও কক্সবাজার এলাকার দেড় শতাধিক জলদস্যু অস্ত্রসহ আত্মসমর্পণের পর নতুন করে আবার দস্যুতায় জড়িয়ে পড়ছে। এদের অনেকে ফের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি শুরু করেছে। অনুসন্ধানে জানা গেছে, এবার এই জলদস্যুরা সরাসরি নিজের নামে বাহিনী না গড়ে নতুন কাউকে সামনে রেখে তাদের নামে বাহিনী পরিচালনা করছে। আর এদের দিয়েই শুরু করা হয়েছে অপহরণ ও চাঁদাবাজি।
প্রথম আলো
আন্তর্জাতিক ফোনকল আনা: সালমানের ‘গড়া সিন্ডিকেট’ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বিটিআরসির
বিদেশ থেকে টেলিফোন কল আনতে ১০ বছর আগে গড়ে ওঠা আইজিডব্লিউ অপারেটর ফোরামের (আইওএফ) সিন্ডিকেট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। আওয়ামী লীগের প্রভাবশালী ব্যবসায়ী সালমান এফ রহমান এটির ‘হোতা’ ছিলেন এবং সিন্ডিকেটটি থেকে তাঁর প্রতিষ্ঠানেই ৬০০ কোটি টাকার বেশি গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সিন্ডিকেটের কারণে গ্রাহকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার রাজস্ব হারিয়েছে এবং বিশেষ গোষ্ঠী সুবিধা পেয়েছে। একসময় এ সিন্ডিকেটের অনুমোদন দিয়ে এখন অনিয়ম ও বাজার অস্থিতিশীলতার কথা বলে তা ভাঙতে চাইছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সমকাল
দলীয় কোন্দলে আট মাসে ৫১ নেতাকর্মী নিহত
কর্মীদের মধ্যে রেষারেষি, নেতাদের মধ্যে বিরোধ, মূল সংগঠনের সঙ্গে অঙ্গসংগঠনের মতভিন্নতা, স্বার্থের দ্বন্দ্ব, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত আট মাসে সংর্ঘষে ৫১ নেতাকর্মী নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন চার শতাধিক নেতাকর্মী-সমর্থক।
গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত অন্তত ৪৮টি সংঘর্ষে এসব হতাহতের ঘটনা ঘটে। বিভন্ন সময় সমকালে প্রকাশিত খবর, সরেজমিন তথ্য সংগ্রহ এবং দলীয় নেতাকর্মীর সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জমিজমার বিরোধসহ ব্যক্তিস্বার্থে ঘটা কয়েকটি ঘটনায় দলীয় একাধিক নেতাকর্মী নিহত হলেও তা এই হিসাবে যুক্ত করা হয়নি। কেবল রাজনৈতিক বিরোধে খুনের ঘটনাগুলো এই প্রতিবেদনে স্থান পেয়েছে।
কালের কণ্ঠ
চার বছরে শিশু ধর্ষণ বেড়েছে ১৩.৪০%
দেশে কন্যাশিশু যৌন নিপীড়নের হার বাড়ছে। গত মার্চ মাসে ধর্ষণের শিকার ১৬৩ জনের মধ্যে ১২৫ জন কন্যাশিশু। অর্থাৎ এ সময় কন্যাশিশু ধর্ষণের হার ৭৬.৬৯ শতাংশ। বাংলাদেশ মহিলা পরিষদের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
নারী ও শিশু মানবাধিকার সংস্থার ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণে জানা যায়, ধর্ষণের শিকার মোট ভুক্তভোগীর দুই-তৃতীয়াংশ বা ৬৬ শতাংশ কন্যাশিশু, যাদের বয়স ১৮ বছরের নিচে। এই হার প্রতিবছর উদ্বেগজনকভাবে বাড়ছে। বিগত চার বছরে শিশু ধর্ষণের হার ১৩.৪০ শতাংশ বেড়েছে।
সমকাল
আতঙ্কের আরেক নাম হয়ে উঠেছে রাজধানীতে প্রবেশের অন্যতম ঢাকা-আরিচা মহাসড়ক। একের পর এক বাসে ছিনতাই হচ্ছে। দিনদুপুরেও রেহাই পাচ্ছেন না যাত্রীরা। কিছুই পরোয়া করছে না ছিনতাইকারীরা।
সর্বশেষ গতকাল শুক্রবার আধা ঘণ্টা ব্যবধানে দুই চলন্ত বাস ছিনতাইয়ের কবলে পড়েছে। দুপুর ১২টার দিকে সাভার ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী সাভার পরিবহন লিমিটেডের বাসচালককে জিম্মি করে তিন নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। আর বেলা সাড়ে ১১টার দিকে সাভার সিঅ্যান্ডবি এলাকায় নবীনগরগামী রাজধানী পরিবহনের চলন্ত বাসে লুটপাটের ঘটনা ঘটে।
সমকাল
বিচার ব্যবস্থায় গতি আনতে আসছে ই-জুডিশিয়ারি
তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে ‘ই-জুডিশিয়ারি’ বাস্তবায়ন কার্যক্রম শুরু হয় ২০১৫ সালে। সারাদেশে দুই হাজার ১০০ ই-আদালত কক্ষ প্রতিষ্ঠাই এর লক্ষ্য। এ জন্য দফায় দফায় প্রকল্পের সমীক্ষাসহ অনুষঙ্গিক কাজ সম্পন্ন করে আইন মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়ও কয়েক দফা প্রকল্পটি উত্থাপিত হয়। তবে এটি আলোর মুখ দেখেনি এক দশকেও। এবার সেই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার।
প্রথম আলো
কলকাতা, লন্ডন ও নিউইয়র্কে আওয়ামী লীগের নেতাদের বিলাসী জীবন
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা আর প্রচণ্ড দাপট হারালেও বিদেশে বসে বিলাসী জীবন যাপন করছেন আওয়ামী লীগের পলাতক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও কেন্দ্রীয় অনেক নেতা। প্রথম আলোর অনুসন্ধানে এসব নেতার জৌলুশময় জীবনযাপনের খবর পাওয়া গেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের থাকছেন কলকাতার অভিজাত রাজারহাট নিউটাউন এলাকায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও কলকাতা নিউটাউন এলাকায় আয়েশি জীবন যাপন করছেন। আর সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলকাতার অভিজাত এলাকা টাটা হাউজিং অ্যাভিনিডাতে বড় আকারের দুটি ফ্ল্যাট নিয়ে থাকছেন।
আজকের পত্রিকা
বৈদ্যুতিক ট্রেন চালুর সমীক্ষার শেষ কবে
দেশে বৈদ্যুতিক ট্রেন চালানো যায় কি না, তার জন্য একটি সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে শুরুতে নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত এবং টঙ্গী থেকে জয়দেবপুর অংশে সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু প্রকল্পের শেষ সময়ে এসে আরও দুটি সেকশনে ১৭ দশমিক ৪ কিলোমিটার রুট সমীক্ষার আওতায় আনা হয়েছে। এতে তৃতীয় দফায় বাড়বে প্রকল্পের মেয়াদ।
রেলওয়ে সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ৩৩৬ দশমিক ৮৯ কিলোমিটার। আর টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ১১ দশমিক ২৭ কিলোমিটার। সব মিলিয়ে ৩৪৮ কিমি রেলপথ ইলেকট্রিক ট্র্যাকশনের আওতায় আনতে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। এখন এই অংশের সঙ্গে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে ফৌজদারহাট পর্যন্ত এবং পুবাইল থেকে ধীরাশ্রম পর্যন্ত অংশে বৈদ্যুতিক ট্র্যাকশন ওভারহেড ক্যাটেনারি ও সাবস্টেশন যুক্ত করা হয়েছে। এই দুই সেকশনে প্রায় ১৭ দশমিক ৪ কিলোমিটার রেলপথ নতুন করে সমীক্ষার আওতায় আনা হয়েছে। এতে সমীক্ষা প্রকল্পের আওতায় সব মিলিয়ে রেলপথের দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৩৬৫ দশমিক ৪ কিলোমিটার।
দেশ রূপান্তর
নিবন্ধনের আবেদনে দোটানায় নতুন দল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এজন্য কমিশন ৪০ দিন সময় দিলেও গত ৩০ দিনে মাত্র একটি দল নিবন্ধনের আবেদন করেছে। বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কমিশন অবশ্য বলছে, একাধিক দলের সঙ্গে তাদের কথা হয়েছে; তারা শিগগির আবেদন করবে। রাজনৈতিক নেতারা ও বিশ্লেষকরা মনে করছেন, নিবন্ধনের কঠোর ও জটিল শর্তাবলির কারণে দোটানা তৈরি হয়েছে। কেউ মনে করছেন, নির্বাচনী ব্যবস্থা সংস্কারবিষয়ক কমিশনের সুপারিশ বাস্তবায়িত না হলে অধিকাংশ দল নিবন্ধনে আগ্রহ দেখাবে না।
বণিক বার্তা
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ তৈরির উদ্দেশ্যে ১৯৮৭ সালে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৮ হাজার ১১৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তবে প্রতিষ্ঠার উদ্দেশ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা প্রদান হলেও বর্তমানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের প্রায় ৪৩ শতাংশই পড়ছেন বিজ্ঞান ও প্রযুক্তি-বহির্ভূত (নন-স্টেম) বিষয়ে। তাদের মধ্যে ২ হাজার ৬৬৬ জন শিক্ষার্থী পড়ছেন সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ৮১৮ জন পড়ছেন ব্যবসায় শিক্ষা অনুষদে।
প্রথম আলো
ওয়াসার পানিতে পোকা, বাসিন্দাদের ভোগান্তি
‘গোসল করতে গেলেন, শাওয়ার ছাড়লেন। পানির সঙ্গে যদি পোকা এসে গায়ে পড়ে কেমন লাগবে? এটাই আমার সঙ্গে হয়েছে। এত নোংরা পানি, সঙ্গে কী সব কালো ছোট্ট পোকা, দেখলেই গা গুলিয়ে আসে। এভাবে কি পানি ব্যবহার করা সম্ভব!’
কথাগুলো রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার এলাকার বাসিন্দা কাকলী খানের। গত বুধবার ফেসবুকে ‘কল্যাণপুর’ নামের একটি গ্রুপে পানি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এ কথাগুলো লেখেন তিনি।
বণিক বার্তা
স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে প্রস্তুতি পেট্রোবাংলার
দেশের স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে বিদ্যমান উৎপাদন বণ্টন চুক্তির (পিএসসি) চূড়ান্ত খসড়া হাতে পেয়েছে পেট্রোবাংলা। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জিকে দিয়ে করা এ পিএসসি চূড়ান্ত করে দ্রুত তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বানে যেতে চায় পেট্রোবাংলা। পরামর্শক প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া খসড়ার ওপর এরই মধ্যে জ্বালানি বিভাগ গঠিত বিশেষজ্ঞ কমিটি বেশকিছু সংশোধন ও সুপারিশ দিয়েছে। এ সুপারিশ চূড়ান্ত করে জ্বালানি বিভাগে পাঠাবে পেট্রোবাংলা। আইন মন্ত্রণালয়ের ভেটিং ও প্রয়োজনীয় কার্যক্রম আগামী জুনের মধ্যে শেষ হবে। এরপর চূড়ান্ত দরপত্রে যাবে পেট্রোবাংলা।
যুগান্তর
অপরাধীদের ‘সেকেন্ড হোম’ বস্তির ৩০০ ঘর
গাজীপুরের শিল্পাঞ্চল অধ্যুষিত এলাকা টঙ্গী। এই এলাকার ১৯টি বস্তিতে ছয় লাখেরও বেশি শ্রমজীবী মানুষের বাস। এসব মানুষের ভিড়ে বস্তিতে ঘাঁটি গেড়েছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পেশাদার অপরাধীরা। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিভিন্ন বস্তির তিন শতাধিক খুপরি ঘরকে ‘নিজেদের সেকেন্ড হোম’ হিসাবে গড়ে তুলেছে। ঘরের ভেতর রয়েছে গোপন সুড়ঙ্গ। অপরাধ সংঘটনের পর যে পথ ধরে অপরাধীরা নিরাপদে পালাতে পারে।
এছাড়া মঙ্গল শোভাযাত্রা নয়, এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা; জাতীয় নির্বাচন ঘিরেই সব প্রস্তুতি ইসির; হতাশার গহ্বরে তৃণমূল নেতাকর্মীরা / মোদি-ট্রাম্পের পানে চেয়ে আওয়ামী লীগ; ৩০ দিনের ডিটেনশনে মেঘনা—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।