‘মার্চ ফর গাজা’য় বিনামূল্যে ৫ হাজার বোতল পানি বিতরণ একদল যুবকের

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ডাকা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণ করতে আসা সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে পানি বিতরণ করেছেন রামপুরা বনশ্রীর একদল যুবক।
শনিবার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে সোহওয়ার্দী উদ্যান সংলগ্ন মৎস্য ভবন মোড়ে ট্রাকে করে হাফ লিটারের ৫ হাজার বোতল পানি বিতরণ করা হয়। প্রচণ্ড রোদে বিনামূল্যে পানি পেয়ে খুশি প্রতিবাদী সাধারণ জনতা।
পানি বিতরণ করতে আসা বনশ্রীর যুবক সাব্বির আহমেদ ঢাকা পোস্টকে বলেন, ফিলিস্তিনে মুসলিম ভাই বোনদের ওপর ইসরায়েলি বাহিনী নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা কিছুই করতে পারছি না। বাংলাদেশের আলেম সমাজ আজ মার্চ ফর গাজার ডাক দিয়েছেন। সেই ডাকে সাড়া দিয়ে এখানে এসেছি। আমরা কয়েকবন্ধু নিজেরা উদ্যোগ নিয়ে ৫ হাজার বোতল পানি নিয়ে এসেছি। পিপাসার্ত মানুষের মাঝে এই পানি বিতরণ করছি।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে যখন বিক্ষোভ-প্রতিবাদের ঢেউ উঠছে, তখন বাংলাদেশেও ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ এর ব্যানারে আয়োজিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’—একটি ব্যতিক্রমধর্মী গণসমাবেশ।
এই কর্মসূচির লক্ষ্য গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্বজনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া।
আজ বিকেল ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, এতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ একাত্মতা প্রকাশ করেছেন।
বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে খেলোয়াড়, মিডিয়া ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই আয়োজনে সরব সমর্থন জানিয়েছেন।
এমএইচডি/এমএ