চারুকলায় ফ্যাসিস্টের প্রতিকৃতি পোড়ানোর ঘটনায় শাহবাগ থানায় জিডি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে পয়লা বৈশাখ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিফ ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’তে আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) চারুকলা অনুষদের কর্তৃপক্ষ জিডিটি করে।
জিডির বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মন্সুর বলেন, আজ চারুকলা অনুষদ কর্তৃপক্ষ প্রতিকৃতি পোড়ানোর ঘটনায় একটি জিডি করেছে। তারা জিডিতে বলেছে, কে বা কারা আগুন দিয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।
আরও পড়ুন
এদিকে শনিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চারুকলা ইনস্টিটিউশনের ভেতরে একটি সামিয়ানা টানানো একটি স্থানে পয়লা বৈশাখের উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করা হচ্ছে। সেখানে ফ্যাসিস্টের প্রতিকৃতিটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া শান্তির প্রতীক পায়রাটিও আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাঘ আকৃতির প্রতিকৃতিটির লেজ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে সকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এম মো. নজরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের বলেছিলেন, অনাকাঙ্খিত ঘটনা, ভোর পাঁচটার কিছু আগে ঘটেছে। কেউ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ঘটনা ঘটিয়েছে। ডিটেনশন টিম আসছে, তদন্ত করলে জানতে পারব। প্রাথমিকভাবে ধারণা করা যায়, ফ্যাসিবাদী মোটিফ পোড়াতে গিয়ে শান্তির পায়রা পুড়েছে। যারা মোটিফটি পছন্দ করে না এটা তারাই করেছে অনুমান করে বলা যায়।
এমএসি/এমএ