বনানীর হোটেলে মাদকবিরোধী অভিযান, নৃত্যপরিচালক সাইফুল গ্রেপ্তার

রাজধানীর বনানীর অভিজাত ইউনিক রিজেন্সি হোটেলে মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে নৃত্য পরিচালক মো. সাইফুল ইসলামসহ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ। তিনি জানান, বৃহস্পতিবার রাতে বনানী এলাকায় পরিচালিত অভিযানে সাইফুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
অভিযানের সময় হোটেল কক্ষ থেকে প্রায় ৬ কেজি শিশা, শিশা সেবনের জন্য ব্যবহৃত ১৩টি হুক্কা, ১৬টি খালি মদের বোতল এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
এমএসি/এআইএস