মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করবে গণঅধিকার পরিষদ

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংহতি জানিয়ে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিতে দলগতভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, গণঅধিকার পরিষদের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ১২ এপ্রিল (শনিবার) দুপুর ১টার মধ্যে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
আবু হানিফ জানান, গাজার নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানাতে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গণঅধিকার পরিষদ এই কর্মসূচিতে অংশ নেবে। তারা এই গণজমায়েতে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হচ্ছে। এই কর্মসূচিতে দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, আলেম-ওলামা, খেলোয়াড় ও মিডিয়া ব্যক্তিত্ব অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
এমজে