শাহজালাল বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি পরিচালক জাকারিয়া মাহবুব

বিমানবাহিনীর কর্মকর্তা জাকারিয়া মাহবুবকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উইং কমান্ডার জাকারিয়া মাহবুবকে প্রেষণে এ নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক (এভসেক) উইং কমান্ডার মো. জাহাঙ্গীর হোসেনকে বিমানবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এসএইচআর/এমএ