মেট্রোরেলের ছয় কোচের আরেক সেট ঢাকায়
ঢাকার মেট্রোরেলের ছয় কোচের আরেক সেট ট্রেন ঢাকায় এসেছে। মঙ্গলবার (১ জুন) রাতে দুটি বার্জে কোচগুলো দিয়াবাড়ীর কাছে কোচ নামানোর জন্য প্রস্তুত করা জেটিতে পৌঁছায়। আবহাওয়া অনুকূলে থাকলে বুধবার (২ জুন) সকাল আটটা থেকে কোচগুলো বার্জ থেকে নামিয়ে উত্তরায় মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এসব তথ্য জানা গেছে। ডিপোতে আনার পর দ্বিতীয় সেট ট্রেনের ১৯ ধরনের পরীক্ষা করা হবে।
দ্বিতীয় মেট্রো ট্রেন সেটবাহী জাহাজ গত ২১ এপ্রিল জাপানের কোবে সমুদ্র বন্দর থেকে যাত্রা শুরু করে। ৯ মে বাংলাদেশের এটি মোংলা সমুদ্র বন্দরে পৌঁছায়। পরে আনুষঙ্গিক কার্যাদি শেষে ২৪ মে বার্জে করে নদী পথে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, মেট্রো রেলের ছয় কোচের দ্বিতীয় সেট ট্রেন ঢাকায় পৌঁছেছে। রাত সাতটার পর দুটো কোচ নিয়ে প্রথম বার্জ দিয়াবাড়ীর কাছে জেটিতে পৌঁছায়। চারটি কোচবাহী আরও একটি বার্জ রাত আটটার দিকে জেটির কাছে পৌঁছে। এটি নদীতে নোঙর করে রাখা হয়েছে। দুটো বার্জ এক সঙ্গে জেটিতে অবস্থান করলে নদীতে অন্যান্য নৌযানের চলাচল বিঘ্নিত হবে।
আবহাওয়া প্রতিকূল না হলে বুধবার সকাল আটটা থেকে কোচগুলো বার্জ থেকে খালাস করা হবে। এগুলো উত্তরায় প্রকল্পের ডিপোতে নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে গত ২১ এপ্রিল মেট্রোরেলের প্রথম সেট ট্রেন ঢাকায় আসে। ১২ মে ট্রেন উত্তরা ডিপোর ভেতরে ৫০০ মিটার এলাকায় চালানো হয়। এর মাধ্যমে বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করে বাংলাদেশ।
ডিএমটিসিএলের অধীনে ঢাকা ও এর আশপাশে মেট্রোরেলের ছয়টি লাইন নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৩ দশমিক ২৬ শতাংশ।
পিএসডি/এমএইচএস