কাঙ্ক্ষিত ভূমিসেবা পাচ্ছেন না মানুষ

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করলেন ট্রাম্প, এ সময় এই শুল্ক থাকছে ১০ শতাংশ
বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ সময় পাল্টা শুল্ক ন্যূনতম ১০ শতাংশ কার্যকর হবে। অবশ্য চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘চীন বিশ্বের বাজারগুলোর প্রতি শ্রদ্ধার যে ঘাটতি দেখিয়েছে, তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ ধার্য করছি। এটা তাৎক্ষণিক কার্যকর হবে।’
আজকের পত্রিকা
বড় হুংকার ছেড়ে হঠাৎ চুপসে গেলেন ট্রাম্প, পিছু হটলেন শুল্কযুদ্ধে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি একেবারে আক্রমণাত্মক ও একপেশে। আগ্রাসীভাবে উচ্চ শুল্ক আরোপ করে চীন ও ইউরোপীয় ইউনিয়নহ কয়েক ডজন দেশকে যুক্তরাষ্ট্রের বাগে আনার একপ্রকার নির্বিচার চেষ্টা করলেন তিনি। ১০ শতাংশ ভিত্তি শুল্কসহ ৭৮টি দেশের উপর শুল্ক আরোপ করলেন। এটাকে শুল্কের চেয়ে ‘বাণিজ্য ঘাটতি কমানোর হাতিয়ার’ বলা ভালো। এই আক্রমণের শিকার বাংলাদেশও। তবে ট্রাম্পের মূল লক্ষ্য চীন এবং ইউরোপীয় ইউনিয়ন। অন্য দেশগুলো শুল্ক হার কমানোর জন্য দেনদরবার শুরু করলেও চীন পাল্টা আঘাত হেনেছে। এর ফলে শুল্কহার বাড়ানোর পাল্টাপাল্টি যুদ্ধ চলছে।
সমকাল
চট্টগ্রামে রাজনৈতিক প্রশ্রয়ে অপরাধে ফিরছে সন্ত্রাসীরা
রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রামে রাজনীতিবিদদের প্রশ্রয়ে আবারও অপরাধে ফিরছে সন্ত্রাসীরা। তারা জেলে বসে আঁটছে নানা সন্ত্রাসী কার্যক্রমের ফন্দি। এরই মধ্যে তাদের কেউ কেউ জামিনে বেরিয়ে এসেছে। এ ক্ষেত্রে তাদের সহযোগিতা করছেন রাজনৈতিক নেতারা। তাদের আশ্রয়ে চলছে দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম। একই সঙ্গে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান দুর্ধর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি, সরোয়ার হোসেন বাবলা ও নাছির উদ্দিন চৌধুরী ওরফে শিবির নাছির। তিনজনের মধ্যে রাজনৈতিক ছত্রছায়ায় বাবলা ও ছোট সাজ্জাদ গত আট মাসে বন্দরনগরীতে মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছেন। ডাবল মার্ডারসহ পাঁচজনকে খুনে দুই সন্ত্রাসীর সম্পৃক্ততা উঠে আসে। তাদের গ্রুপের সদস্যরা প্রকাশ্যে অস্ত্রবাজিও করে চলেছে। পুলিশের ওসিকে পেটানোর হুমকি দেওয়ার পর ছোট সাজ্জাদের সন্ধান চেয়ে পুলিশ অর্থ পুরস্কারও ঘোষণা করে। পরে ঢাকার বসুন্ধরা সিটি থেকে পুলিশের জালে ধরা পড়েন ছোট সাজ্জাদ। তিন সন্ত্রাসীর মধ্যে ছোট সাজ্জাদ ছয়টি খুনসহ ১৫ মামলা এবং বাবলা পাঁচটি খুনসহ ১৮ মামলার আসামি। অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হারুন বশর, হাটহাজারীর ট্রিপল মার্ডার, চট্টগ্রাম পলিটেকনিকে জমির উদ্দিনসহ আটটি খুনসহ ৩৬ মামলার আসামি ছিলেন শিবির নাছির।
কালের কণ্ঠ
ট্রান্সশিপমেন্ট বাতিল করল ভারত
বাংলাদেশ-ভারতের মধ্যে সম্কর্কের টানাপড়েনের মধ্যে আকস্মিক দেশটি বাংলাদেশ, নেপাল ও ভুটানকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে কয়েক মাস ধরে উভয় দেশের শীতল সম্কর্ক আর ‘চিকেন নেক’ নিয়ে আলোচনার এক পর্যায়ে অনেকটা নীরবেই ট্রান্সশিপমেন্ট বাতিলের কথা জানায় ভারত। এতে বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে চলমান বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। তবে বিশ্লেষকরা মনে করেন, বাণিজ্য বাধাগ্রস্ত হলেও মূলত নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়েই ভারত তা বাতিল করেছে।
প্রথম আলো
বাজারে নতুন ‘পরিবেশবান্ধব’ প্লাস্টিক ব্যাগ পরিবেশের জন্য কতটা ভালো
দেখতে পলিথিন ব্যাগের মতোই। কিন্তু সাদা এই ব্যাগের ওপর বড় করে লেখা—‘আই অ্যাম নট প্লাস্টিক’। এই বার্তার নিচেই লেখা—‘১০০ ভাগ বায়োডিগ্রেডেবল, মেড ফ্রম প্ল্যান্টস, মেড ইন বাংলাদেশ’। পবিত্র ঈদুল ফিতরের আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সুপারশপ ‘স্বপ্ন’-তে বাজার করতে গিয়ে এমন ব্যাগ দেখা গেছে। এই ব্যাগে পণ্য নিয়ে বাসায় ফিরছিলেন ক্রেতারা। পলিথিন ব্যাগের মতো ক্ষতিকর নয় এবং পরিবেশবান্ধব দাবি করে সম্প্রতি বাজারে এসেছে এই বায়োডিগ্রেডেবল প্লাস্টিক বা পলিথিন ব্যাগ।
সমকাল
প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৩.৯% থাকবে উচ্চ মূল্যস্ফীতি
চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩ দশমিক ৯ শতাংশ বাড়বে, যা দক্ষিণ এশিয়ার গড় আনুমানিক প্রবৃদ্ধির তুলনায় কম। এর আগে এডিবির পূর্বাভাস ছিল ৪ দশমিক ৩ শতাংশ। প্রবৃদ্ধির প্রক্ষেপণ কমে যাওয়ার পেছনে রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রাকৃতিক দুর্যোগ, শ্রম অসন্তোষ ও উচ্চ মূল্যস্ফীতি প্রভাব রাখতে পারে।
গতকাল বুধবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ পর্যবেক্ষণ দিয়েছেন ঢাকায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিংগ। রাজধানীর আগারগাঁওয়ে এডিবির বাংলাদেশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থার কান্ট্রি ইকোনমিস্ট চন্দন সাপকতা।
প্রতিবেদনে এশিয়া অঞ্চলের অর্থনীতির চলতি প্রবণতা এবং আগামীর ঝুঁকি সম্পর্কে আলোকপাত করা হয়। বাংলাদেশের অর্থনীতির ওপর আলাদা উপস্থাপনা ছিল। এতে বলা হয়, সরকারের প্রাক্কলন হলো, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে সাড়ে ৬ শতাংশ। গত অর্থবছরে প্রকৃত প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ২ শতাংশ। এদিকে আগামী অর্থবছরে (২০২৫-২৬) জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৫ দশমিক ১ শতাংশ হবে বলে প্রক্ষেপণ করেছে এডিবি।
আরও পড়ুন
বণিক বার্তা
বিগত সরকারের ত্রুটিপূর্ণ নকশার বিআরটি শেষ করতে ব্যয় বাড়বে আরো ৩ হাজার কোটি টাকা
আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত সবচেয়ে ব্যর্থ প্রকল্পগুলোর একটি বিমানবন্দর-গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি)। দুর্বল পরিকল্পনা, অসম্পূর্ণ নকশা আর বিলম্বিত বাস্তবায়নে প্রকল্পটি পরিণত হয়েছে বোঝায়। প্রকল্পের কাজ ৯৭ শতাংশের বেশি শেষ। অবকাঠামো গড়ে উঠলেও এখনো বিআরটি পরিষেবা চালুর উপযোগী হয়নি। এমন প্রেক্ষাপটে এ করিডোর কার্যকর করতে প্রকল্প সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পরিকল্পনা অনুযায়ী, সংশোধনের মাধ্যমে প্রকল্পটি শেষ করতে নতুন করে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয় করতে হবে। প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে আরো চার বছর। এখন পর্যন্ত বিআরটি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ৪ হাজার ২৬৮ কোটি টাকা। সংশোধনী প্রস্তাব অনুমোদন পেলে নির্মাণ ব্যয় ৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।
আজকের পত্রিকা
কাঙ্ক্ষিত ভূমিসেবা পাচ্ছেন না মানুষ
গাজীপুর সিটি করপোরেশন ও সদর উপজেলায় বিপুল সেবাপ্রার্থী থাকলেও সেই তুলনায় নেই সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড অফিস ও জনবল। অফিস-জনবলের সংকটে কাঙ্ক্ষিত ভূমিসেবা পাচ্ছেন না স্থানীয়রা। এ কারণে ভীষণ ব্যাহত হচ্ছে রাজস্ব আহরণও।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলা ও মহানগরী এলাকায় প্রায় ৬০ লাখ মানুষের বসবাস। সিটি করপোরেশন জনসংখ্যার ঘনত্ব ও আয়তনের কারণে সেবার মান বাড়াতে মহানগরী এলাকাকে ৮টি আঞ্চলিক কার্যালয়ে ভাগ করে সেবা দেওয়া হচ্ছে। ভূমি রেজিস্ট্রেশন সেবা দিতে মহানগরী ও সদর উপজেলায় ৩টি সাবরেজিস্ট্রি অফিস রয়েছে। এসবের মধ্যে গাজীপুর সদর সাবরেজিস্ট্রি অফিসে প্রতি মাসে গড়ে প্রায় ১ হাজার ২০০, সদর দ্বিতীয় যুগ্ম সাবরেজিস্ট্রার কার্যালয়ে ১ হাজার ২৫০ এবং টঙ্গী সাবরেজিস্ট্রার কার্যালয়ে ২ হাজারের বেশি দলিল রেজিস্ট্রি হয়ে থাকে।
সমকাল
নববর্ষের শোভাযাত্রায় থাকছে ২৭ নৃগোষ্ঠীও
সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আয়োজিত হবে এবারের চৈত্রসংক্রান্তি এবং বর্ষবরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নববর্ষের শোভাযাত্রায় বাঙালিসহ অংশ নেবে ২৭ নৃগোষ্ঠীও। এ ছাড়া দুই শতাধিক তরুণ মিউজিশিয়ান গিটার ও ফিলিস্তিনের পতাকা নিয়ে হাজির হবেন এই শোভাযাত্রায়।
গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর বড় পরিসরে চৈত্র বিদায় ও বাংলা নতুন বছরকে বরণ করার উৎসবের আয়োজন করেছে সরকার। এবারের নববর্ষের আয়োজনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এটি হতে যাচ্ছে অন্তর্ভুক্তিমূলক। তার জন্য প্রস্তুত পাহাড় থেকে সমতল– পুরো দেশ।
মানবজমিন
বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নেপাল এবং ভুটানের ক্ষেত্রে এই সুবিধা চালু থাকবে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণ হিসেবে দেশটির বিমানবন্দরে পণ্য জটের বিষয় উল্লেখ করা হয়েছে। তবে ভারতীয় গণমাধ্যম সম্প্রতি ‘সেভেন সিস্টার’ নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বক্তব্য এবং ঢাকায় চলা বিনিয়োগ সম্মেলন এর বিষয় সামনে এনেছে। বাংলাদেশের খাত বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটা ধাক্কা হবে। আলোচনার মাধ্যমে এর সমাধান করতে হবে। পাল্টা কোনো ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা।
প্রথম আলো
বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্বে কী সুবিধা, কতজন পেলেন
‘আমাকে যদি কখনো আমেরিকা বের করে দেয়, আশ্রয় নেওয়ার মতো একটা দেশ আমার আছে’—১৯৭৮ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে এসে সম্মানসূচক নাগরিকত্ব পাওয়ার পর এভাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী। ভিয়েতনাম যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানিয়ে যুদ্ধপীড়িত মানুষের পক্ষে অবস্থান নেওয়ায় তাঁর সঙ্গে মার্কিন সরকারের বিরোধ তখন চরমে।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবদানের স্বীকৃতি দিতে বিদেশি বন্ধুদের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে আসছে। গতকাল বুধবার কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছে বাংলাদেশ। বাংলাদেশের শিল্প খাতের বিকাশ, বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান ও বৈদেশিক আয়ে অবদানে স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মানসূচক নাগরিকত্ব (অনারারি সিটিজেনশিপ) দেওয়া হয়।
সমকাল
ঈদযাত্রায় দুর্ঘটনা ও দুর্ভোগ কমেছে
ঈদুল ফিতরের আগে-পরে ১৫ দিনে ৩৪০ সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় ৩৫২ জনের প্রাণ গেছে। এ সংখ্যা আগের বছরের রোজার ঈদের তুলনায় ২০ দশমিক ৮৮ শতাংশ কম। গত বছরের তুলনায় দুর্ঘটনা কমেছে ২১ দশমিক ০৬ শতাংশ। দীর্ঘ ছুটির কারণে এ বছর দুর্ঘটনা ও দুর্ভোগ কমেছে।
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা এসব তথ্য জানিয়েছে।
বণিক বার্তা
সাতক্ষীরা উপকূলে কৃষিজমিতে তিন বছরে লবণাক্ততা বেড়েছে ছয় গুণের বেশি
উপকূলীয় অঞ্চলগুলোর কৃষিজমিতে লবণের স্বাভাবিক মাত্রা ধরা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি অব স্যালিনিটি (ডিএস)। সেখানে জলবায়ু পরিবর্তনজনিত কারণে সাতক্ষীরার উপকূলীয় এলাকার কৃষিজমিতে ২৫ ডিএস মাত্রায় লবণের উপস্থিতি পাওয়া গেছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে, যা রীতিমতো ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের। ২০২২ সালেও এসব এলাকায় লবণাক্ততার মাত্রা ছিল মাত্র ৪ দশমিক ১ ডিএস। সে হিসেবে গত তিন বছরে লবণাক্ততা বেড়েছে প্রায় ছয় গুণের বেশি। বিশেষজ্ঞদের আশঙ্কা, এর প্রভাবে স্থানীয় উদ্ভিদ ও কৃষি ফলন কমে গিয়ে জীববৈচিত্র্যের বৈশিষ্ট্যেও ব্যাপক পরিবর্তন আসতে পারে। এত দ্রুত কীভাবে লবণাক্ততা বেড়েছে তা খতিয়ে দেখতে আরো গবেষণা করা প্রয়োজন বলেও মত তাদের।
কালবেলা
ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং প্রতিষ্ঠানটি থেকে লুট হওয়া অর্থ উত্তোলনের জন্য পর্ষদ গঠন করে দিয়েছিলেন আদালত। কেন্দ্রীয় ব্যাংকের অবসায়নের সিদ্ধান্তের বিপরীতে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। প্রশান্ত কুমার (পি কে হালদার) ও তার স্বার্থসংশ্লিষ্টদের লুটপাটের পর ২০২০ সালে অবসরপ্রাপ্ত এক আমলাকে চেয়ারম্যান করে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। কিন্তু ৫ বছরেও প্রতিষ্ঠানটির কোনো উন্নতি করতে পারেনি আদালতের গঠন করে দেওয়া পর্ষদ। উল্টো আরও অবনতি হয়েছে।
অন্যদিকে, ৩ লাখ টাকা বেতন নেওয়া পর্ষদ চেয়ারম্যান নিজেই একটি বেসরকারি সংস্থার (এনজিও) মালিক। সেই এনজিও দিয়ে তিনি কিনিয়েছেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের বন্ধকি সম্পদ। কম দামে সম্পদ কিনেই থেমে থাকেননি চেয়ারম্যান, স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মোটা অঙ্কের সুদ মওকুফ, দুর্বল প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনাকেও দেখিয়েছেন বৃদ্ধাঙ্গুলি। এমনকি কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে যাওয়া কর্মকর্তাদের মামলার হুমকিও দিয়েছেন চেয়ারম্যান। এমন পরিস্থিতিতে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের আবেদনের ভিত্তিতে পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছেন আদালত। কেন্দ্রীয় ব্যাংক ও আদালত থেকে প্রাপ্ত তথ্যে এসব বিষয় উঠে এসেছে।
এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে খলিলুর রহমান; পুলিশ কর্মকর্তা আলীম মাহমুদ সম্পদের নেশায় বুঁদ; মৃত দুই ব্যক্তি হলেন অধ্যক্ষ আছেন সেই অবন্তিকার বাবাও; ‘অতি গোপনীয়’ অভিযোগ নিয়ে দুদকে হাসনাত-সারজিস—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।