লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৪২ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৪২ বাংলাদেশে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৫টায় বিশেষ বিমানে তারা বাংলাদেশে অবতরণ করবেন। বুধবার এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১৪২ বাংলাদেশীর মধ্যে দীর্ঘদিন ধরে লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি থাকা ১৬ বাংলাদেশি কর্মী রয়েছেন। এই ১৬ কর্মী ভয়াবহ মানবিক পরিস্থিতির মধ্যে তাদের উদ্ধার ও প্রত্যাবাসনে কাজ করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক।
এই উদ্ধার অভিযানের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি— জিম্মি থাকা অবস্থায় যাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়েছিল, সেই মানব পাচারকারী ও মাফিয়া চক্রের প্রধান ফখরুদ্দিনকে ১৭ মার্চ ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হয়েছে বিমানবন্দর থানায়। ফখরুদ্দিন বর্তমানে জেল হাজতে আছেন।
ওএফএ/এমটিআই