শব্দদূষণে কমছে ইলিশ

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বাংলাদেশে বিনিয়োগ কম, বড় বাধা পাঁচটি
বাংলাদেশ বিদেশি বিনিয়োগে পিছিয়ে। জিডিপির অনুপাতে বিনিয়োগও উল্লেখযোগ্য হারে বাড়ছে না। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাংকের বেসরকারি খাতবিষয়ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) এক প্রতিবেদনে উঠে এসেছে, এ দেশে ব্যবসায় পরিবেশ তথা বিনিয়োগের ক্ষেত্রে এখনো পাঁচটি বড় বাধা রয়েছে। এগুলো হলো বিদ্যুতের সমস্যা, অর্থায়নের সীমিত সুযোগ, দুর্নীতি, অনানুষ্ঠানিক খাতের আধিক্য ও উচ্চ করহার।
বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে ‘কান্ট্রি প্রাইভেট সেক্টর ডায়াগনস্টিক (সিপিএসডি)’ শিরোনামের এই প্রতিবেদন গতকাল মঙ্গলবার বিনিয়োগ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত চার দিনের এ বিনিয়োগ সম্মেলনের গতকাল ছিল দ্বিতীয় দিন।
কালের কণ্ঠ
মাদকের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কিশোর গ্যাং
দেশজুড়ে বাড়ছে কিশোর অপরাধীর সংখ্যা। বিগত দুই বছরে এ সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংয়ের হার বেড়েছে ৩৭ শতাংশ। শুধু সংখ্যাগত দিক থেকে নয়; বরং বদলে গেছে তাদের অপরাধের ধরন, প্রকৃতি।
মাদক সেবন, চুরি ও ইভ টিজিংয়ের সঙ্গে সমাজের বড় বড় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে এসব শিশু-কিশোর। কিশোর অপরাধ নিয়ে সরকারি তথ্য ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত একাধিক প্রতিবেদন বিশ্লেষণে এমন তথ্য পাওয়া যায়।
আইন বিশেষজ্ঞরা জানান, কিশোর অপরাধ ব্রিটিশ ও পাকিস্তান আমলেও ছিল। তবে কিশোর গ্যাংয়ের উৎপত্তি ও বিস্তৃতি নজরে আসার বিষয়টি খুব বেশি দিনের নয়।
বণিক বার্তা
বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার তহবিল দেবে ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক
বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস প্রতিষ্ঠিত সাংহাইভিত্তিক বহুপক্ষীয় ঋণদাতা প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) আগামী এক বছরে বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার তহবিল সহায়তা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, ‘এরই মধ্যে এনডিবি বাংলাদেশে প্রায় ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।’
গতকাল বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন
আজকের পত্রিকা
রাজধানীর গেন্ডারিয়ার শিশুরক্ষা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালে। বিদ্যালয়ের নামে রেকর্ড না থাকায় ২১ দশমিক ৩৬ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মামলা চলেছে। কিছুদিন আগে মামলার রায় বিদ্যালয় কর্তৃপক্ষের অনুকূলে এলেও জমিটি এখনো বিদ্যালয়সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নামে বাংলাদেশ সার্ভের (বিএস) রেকর্ডভুক্ত হয়নি।
মিরপুরের বনফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমির পরিমাণ ৩৩ শতাংশ। ১৯৮৭ সালে প্রতিষ্ঠার সময় থেকেই জমিটি গণপূর্ত অধিদপ্তরের নামে রেকর্ডভুক্ত। এই জমির মালিকানাও বিদ্যালয়ের নয়।
শুধু এই দুটি বিদ্যালয় নয়, সারা দেশে প্রায় ১২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নামে রেকর্ডভুক্ত হয়নি। এসব বিদ্যালয়ের জমির কোনোটি বিএস রেকর্ডে ব্যক্তির নামে, কোনোটি খাস, আবার কোনোটি অন্য মন্ত্রণালয়ের নামে রেকর্ডভুক্ত হয়েছে।
যুগান্তর
ভাসানচর, শালিকচর, চর বাতায়ন, চর মোহনা, চর কাজলা, কাউয়ারচরসহ বিলীন ৪৭৫ বর্গকিলোমিটার এলাকা ফের সন্দ্বীপের মানচিত্রে যুক্ত হচ্ছে। ১৯৫৫ সালের জরিপে সন্দ্বীপের মোট আয়তন ছিল ৬০৩ বর্গকিলোমিটার। কিন্তু বঙ্গোপসাগর গ্রাস করায় এর মূল ভূখণ্ডের আয়তন দাঁড়িয়েছে ৮২ বর্গকিলোমিটার। নতুন করে চর জাগলেও কাগজপত্রে বিলীন হয়ে যাওয়া সন্দ্বীপের সঙ্গে তা যোগ হয়নি। পতিত হাসিনা সরকারের আমলে খোদ দ্বীপের একটি সিন্ডিকেট নতুন চরগুলোর বেশিরভাগ অংশ নোয়াখালীর সঙ্গে যুক্ত করে দেয়। ছাত্র-জনতার গণ-আন্দোলনে ৫ আগস্ট পটপরিবর্তনের পর সন্দ্বীপ-নোয়াখালীর এই সীমানা বিরোধ ফের সামনে আসে। সরকারের শীর্ষ মহল থেকে দ্রুত সীমানা বিরোধ নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়।
কালের কণ্ঠ
প্রায় ১০ বছর আগে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে তৎকালীন সরকার। এর ধারাবাহিকতায় ২০১৮ সালের ৪ মে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ প্রতিপাদ্যে কঠোর অভিযান শুরু করে র্যাব। এরপর পুলিশসহ অন্য বাহিনীর সদস্যরাও দেশজুড়ে অভিযান শুরু করেন। অভিযানের প্রথম তিন সপ্তাহে কথিত ক্রসফায়ারে নিহত হন অন্তত ৪০ জন।
বছরজুড়ে নিহত হন চার শতাধিক। নিহতদের এই তালিকায় ব্যাপক আলোচিত টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হককে হত্যার ঘটনাটিও ছিল। মাদকের গডফাদার ও মাদক ব্যবসায়ীদের তালিকাও তৈরি হয়। কিন্তু যাঁদের গ্রেপ্তার করা হয় বা যাঁরা ‘ক্রসফায়ারে’ নিহত হন তাঁদের তালিকায় মাদকের গডফাদাররা যুক্ত হননি।
বাংলাদেশ প্রতিদিন
শব্দদূষণে বরিশালের অভ্যন্তরীণ নদনদীতে ইলিশ মাছ কমছে। দ্রুতগতি ও উচ্চ শব্দের নৌযান চলাচল করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
শব্দদূষণ নিয়ে কাজ করা বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন, নদীতে শব্দদূষণের কারণে পরিবেশ ও প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হয়। এতে ইলিশ মাছের প্রজনন ও মাইগ্রেশনে সমস্যা হচ্ছে। বর্তমানে নদীতে কী পরিমাণ শব্দদূষণ হচ্ছে, সেটা এখনো জরিপ করা হয়নি। তবে পরিকল্পনা রয়েছে।
বণিক বার্তা
জিডিপির অতিরঞ্জিত তথ্য এখনো সংশোধন হয়নি
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে অতিরঞ্জিত পরিসংখ্যানের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হয়েছে। এজন্য বছরের পর বছর ধরে মোট দেশজ উৎপাদন (জিডিপি), মাথাপিছু আয়, রফতানির তথ্য বাড়িয়ে দেখানো হয়েছে। গত আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অতিরঞ্জিত অর্থনৈতিক পরিসংখ্যান সংশোধন করা হবে বলে প্রত্যাশা ছিল সবার। যদিও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আট মাস পেরিয়ে গেলেও সেই অতিরঞ্জিত পরিসংখ্যানের কবল থেকে বের হতে পারেনি বাংলাদেশ। মূলত পরিসংখ্যান তৈরির আগের কাঠামো বহাল থাকার পাশাপাশি অতীতের সব পরিসংখ্যান সংশোধনে সার্বিক উদ্যোগের ঘাটতি রয়েছে। এ দুটো কারণেই সরকার এখনো আগের অতিরঞ্জিত অর্থনৈতিক পরিসংখ্যান থেকে বের হতে পারছে না বলে মনে করছেন বিশ্লেষকরা।
মানবজমিন
সিলেটের রাজনীতিতে বরাবরই রহস্য জিইয়ে রাখেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। কখন কি করেন সেটি বলা মুশকিল। তার দাবার ঘুঁটি থ্রি-সিক্সটি ডিগ্রিও ঘুরে যায়। সাবেক মেয়র কামরান তখন জনপ্রিয়তার শীর্ষে। ওই সময়ে তিনি নিজেকে নিয়ে বাজি ধরেন সিলেট সিটি নির্বাচনের ভোটের মাঠে। স্রোতের বিপরীতে থেকেও জয় ছিনিয়ে নেন। যদিও বলা হয়, আওয়ামী লীগের তৎকালীন মন্ত্রী পরিবারের ছায়া তার ওপর ছিল। বন্যায় সিলেটে পরিদর্শনে আসা তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরিফের প্রশংসা করে গিয়েছিলেন। সেই আরিফ ২০২৩ সালের মে মাসে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নিজেই রহস্যময় হয়ে উঠেছিলেন। কী করবেন তিনি। একদিকে জনপ্রিয়তা, অন্যদিকে দলের সিদ্ধান্ত। মেয়র প্রার্থী হবেন কি হবেন না, সে নিয়ে চারদিকে তুমুল আলোচনা। বিএনপি তাকিয়ে ছিল আরিফের সিদ্ধান্তের দিকে। অবশেষে আরিফ দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে ভোটের মাঠ থেকে সরে গেলেন। থেকে গেলে লাভবান হলেও হতে পারতেন। আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বেশিদিন টিকেননি। গণ-অভ্যুত্থানের পর পালিয়েছেন দেশ ছেড়ে। জয় না পেলেও এখন তার সেই সুযোগ ছিল। সব কিছু বিসর্জন দিয়ে বিএনপি’রই হয়ে থাকলেন আরিফ। নিলেন না ঝুঁকি। সিলেটে সম্প্রীতির রাজনৈতিক পরম্পরায় সবসময় কেউ না কেউ জনগণের জন্য দুয়ার খোলা রাখেন। যেমনটি একসময় রেখেছিলেন বাবরুল হোসেন বাবুল, আফম কামাল ও সর্বশেষ বদরউদ্দিন আহমদ কামরান। এমএ হকও ছিলেন সবার গ্রহণযোগ্য নেতা। বাবুল ছাড়া এখন কেউ বেঁচে নেই। অসুস্থতায় কাবু বাবুল এখন আমেরিকার বাসিন্দা। ফলে ৫ই আগস্টের পর সিলেটে এখন যে একটি দুয়ার সবার জন্য উন্মুক্ত সেটি হচ্ছে আরিফুল হক চৌধুরীর বাসা।
সমকাল
পাঁচ বছরে অপমৃত্যুর মামলা দেড় হাজার
ঢাকা রেলওয়ে থানার আওতায় আছে ২৮টি স্টেশন ও ২২৪ কিলোমিটার রেললাইন। নারায়ণগঞ্জ, বিমানবন্দর, টঙ্গী, জয়দেবপুর ও টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ি একই থানার অধীনে। অপরাধের ধরন বিশ্লেষণ করে দেখা যায়, বছরজুড়ে অপমৃত্যুর মামলার তদন্ত করতেই গলদঘর্ম কর্মকর্তারা। রেলওয়ে থানায় অপরাধের ঘটনায় যত মামলা হয়, এর তিন গুণ হয় অপমৃত্যুর মামলা।
২০২০ সাল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ বছরে ২ মাসে অপমৃত্যুর মামলা হয়েছে ১ হাজার ৪০৩টি। বিশেষ ক্ষমতা আইনে এবং নারী-শিশু নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৫০৭টি। এর মধ্যে মাদকে ১৯২টি, চুরি ও ছিনতাই ১৫৫টি এবং নারী-শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে ছয়টি। এদিকে চলতি বছরের প্রথম দুই মাসে অপমৃত্যুর মামলা হয়েছে ৬১টি এবং অন্যান্য ২৪টি। এ ছাড়া ২০২০ সালে ২১৯টি, ২০২১ সালে ২৪৩টি, ২০২২ সালে ২৮৭টি, ২০২৩ সালে ৩০৯টি ও ২০২৪ সালে ২৮৪টি অপমৃত্যুর মামলা হয়েছে। এসব মামলার (ইউডি) মধ্যে ২০২৪ সালের ২৮১টি এবং চলতি বছরের ৫৯টি ছাড়া বাকি মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।
টিবিএস
দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ পূর্বাভাসের সক্ষমতা বাড়াতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের নির্মাণকাজ শুরু হয়েছে। বঙ্গোপসাগরকে কেন্দ্রবিন্দু ধরে এই স্টেশন চীনের স্যাটেলাইটগুলোর মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ করতে পারবে।
স্টেশনটি উপকূলীয় এলাকার বিস্তারিত তথ্য ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে সংগ্রহ ও বিশ্লেষণ করতে সক্ষম হবে, যা দ্রুত ও নির্ভরযোগ্য পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সংশ্লিষ্টদের তথ্যমতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমুদ্র বিজ্ঞান বিভাগ এবং চীনের জাতীয় সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান 'সেকেন্ড ইন্সটিটিউট অব ওশানোগ্রাফি'র যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান অনুষদে এই প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর মধ্যে প্রায় ৬০ কোটি টাকার কারিগরি ও যান্ত্রিক সহায়তা দিচ্ছে চীনা প্রতিষ্ঠানটি।
কালের কণ্ঠ
৯ এজেন্সির লাইসেন্স বাতিল হতে পারে
চলতি বছর হজের জন্য সৌদি আরবের মক্কায় সাত হাজার ২৭৪ জন এবং মদিনায় তিন হাজার ২১৩ জন হজযাত্রীর বাড়ি ভাড়া এখনো চূড়ান্ত হয়নি। এই ১০ হাজার ৪৮৭ জন হজযাত্রীর মধ্যে অন্তত দুই হাজার ১৯৩ জনের জন্য এ পর্যন্ত বাড়ি বা হোটেল ভাড়ার জন্য ‘নুসুক মাসার’ প্ল্যাটফর্মে আবেদনই করেনি সংশ্লিষ্ট ৯ এজেন্সি। বাড়ি ভাড়া চূড়ান্ত না হওয়ায় এসব ব্যক্তির হজযাত্রা নিয়ে উদ্বিগ্ন ধর্ম মন্ত্রণালয়।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এসব কারণে কোনো ব্যক্তি হজে যেতে না পারলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিলসহ তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।
বাংলাদেশ প্রতিদিন
লাগামহীনভাবে চলছে দেশের বেশির ভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়। সরকারের নির্দেশনা তোয়াক্কা না করা, বিধিবহির্ভূতভাবে একাডেমিক প্রোগ্রাম পরিচালনা, দীর্ঘ সময়েও স্থায়ী ক্যাম্পাসে না যাওয়া, যেনতেনভাবে পাঠদান শেষে সার্টিফিকেট প্রদান ছাড়া আরও অনেক অভিযোগ রয়েছে এসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্প্রতি (গত মার্চে) প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, দেশের ৩৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি তথা আচার্য কর্তৃক নিয়োগপ্রাপ্ত উপাচার্য নেই। উপ-উপাচার্য নেই ৮৬টি বিশ্ববিদ্যালয়ে। আর ৩৭ বিশ্ববিদ্যালয়ে নেই কোষাধ্যক্ষ (ট্রেজারার)। এমন অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে যারা প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোষাধ্যক্ষ নিয়োগ দেয়নি। সরকার চেষ্টা করেও সফল হতে পারছে না লাগামহীন এসব বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করতে।
প্রথম আলো
মধ্যপ্রাচ্যে ব্যবসা বাড়াচ্ছে শপআপ, বড় বিনিয়োগ
বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী স্টার্টআপ কোম্পানি শপআপ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবভিত্তিক প্রযুক্তিনির্ভর সরবরাহকারী কোম্পানি ‘সারি’-এর সঙ্গে একীভূত হয়ে নতুন কোম্পানি গঠন করেছে। নতুন সেই কোম্পানির নামকরণ করা হয়েছে ‘সিল্ক’ গ্রুপ। নতুন গ্রুপ গঠনের পরপরই ১১ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ পেয়েছে প্রতিষ্ঠানটি। ডলারের বর্তমান বিনিময় হার ১২২ টাকা হিসাবে দেশি মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ৩৪২ কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মূলত সৌদিভিত্তিক কোম্পানি সারির সঙ্গে শপআপ শেয়ার সোয়াপ বা অদলবদলের মাধ্যমে একে অপরের সঙ্গে একীভূত হয়ে নতুন কোম্পানি গঠন করেছে। দুই প্রতিষ্ঠানের মধ্যে এ–সংক্রান্ত চুক্তিও হয়ে গেছে। তবে আনুষ্ঠানিকভাবে সে ঘোষণা এখনো দেওয়া হয়নি। চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে আজ বুধবার শপআপের একীভূত হওয়া ও বড় বিনিয়োগের ঘোষণাটি আনুষ্ঠানিকভাবে প্রচারের কথা রয়েছে।
আজকের পত্রিকা
অর্ধেক রোগীও পায় না খাবার, পরিমাণেও কম
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে খাবার বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ১০০ শয্যার এ প্রতিষ্ঠানে প্রতি বেলায় অর্ধেকের মতো রোগী খাবার পায় না। যারা পায়, তাদেরও দেওয়া হয় পরিমাণে কম।
রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বরাদ্দ অনুযায়ী ১০০ জনের নাশতা কখনো বিতরণ করা হয় না। ৪৫ থেকে ৫০ জনের নাশতা নিয়ে আসা হলে হুড়োহুড়ির মধ্যে তা শেষ হয়ে যায়। দুপুর ও রাতের খাবারের জন্য সপ্তাহে বাজার করা হয় দুই দিন।
প্রতি বেলা ৪০ কেজি চাল রান্না করার কথা থাকলেও গড়ে দুই বেলা মিলিয়ে ২০ কেজি চালের ভাত তৈরি করা হয়। ডাল ও সবজিও পরিমাণে কম রান্না করা হয়। দুপুরে একবার রান্না করে সেই খাবার রাতেও দেওয়া হয়। প্রতি শুক্রবার খাসির মাংস বরাদ্দ থাকলেও এক মাসেও তা দেওয়া হয় না। মুরগির মাংসের ক্ষেত্রে সোনালি ও কক দেওয়ার কথা থাকলেও পোলট্রি মুরগির একটি ছোট টুকরা দেওয়া হয়।
সমকাল
চার খাতে সংস্কারের পরামর্শ কর্মসংস্থান হবে ৩৫ লাখ
চারটি খাতে প্রয়োজনীয় সংস্কার করতে পারলে বাংলাদেশ বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারবে এবং এতে প্রায় ৩৫ লাখ নতুন কর্মসংস্থান হতে পারে। খাত চারটি হলো– পরিবেশবান্ধব তৈরি পোশাক, মধ্যবিত্তদের জন্য আবাসন, রং ও ডাইং শিল্প এবং ডিজিটাল আর্থিক সেবা।
বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫-এ বিশ্বব্যাংক গ্রুপের ‘কান্ট্রি প্রাইভেট সেক্টর ডায়াগনস্টিক’ শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
কালের কণ্ঠ
ময়লার দুর্গন্ধে পথচারীরাও অতিষ্ঠ
রাজধানীর অভিজাত এলাকা গুলশানের প্রাণ গুলশান লেক। বহু বছর ধরে লেকটি আশপাশের বাসিন্দাদের পাশাপাশি পথচারীদের জন্যও প্রশান্তির জায়গা। তবে সম্প্রতি লেকের পানি দূষিত হয়ে পড়ায় আশপাশে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ, যার প্রভাবে সাধারণ পথচারী থেকে শুরু করে হাঁটতে আসা মানুষজন পর্যন্ত অতিষ্ঠ হয়ে উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাড্ডা লিংক রোড হয়ে গুলশান-১-এর দিকে যেতে গুদারাঘাটের পাশে লেকের একপাশে ময়লা জমে আছে।
যেখান থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। লেকের পাশ দিয়ে যাওয়া প্রায় প্রতিটি পথচারী নাক চেপে হাঁটছে। লেকের পানিতে ভাসছে প্লাস্টিক বোতল, পলিথিন, খাবারের প্যাকেট, এমনকি মৃত প্রাণীর দেহও। কিছু জায়গায় পানির রং উৎকট কালচে হয়ে উঠছে।
বাংলাদেশ প্রতিদিন
জাতীয় ঐকমত্য কমিশনে জমা দেওয়া সংস্কার প্রস্তাবে ত্রিমুখী অবস্থানে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছয়টি বিষয়ে গঠিত সংস্কার কমিশনের সুপারিশে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, সংখ্যানুপাতিক নির্বাচনসহ নানা বিষয়ে রয়েছে দ্বিমত। অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কার কতটা করতে হবে এ নিয়েও দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। গত মাসের শুরুতে ছয়টি সংস্কার কমিশনের ১৬৬ সুপারিশ, পূর্ণাঙ্গ প্রতিবেদনসহ ৩৪টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
এছাড়া টেন্ডার প্রক্রিয়া / অনিয়মই বাপেক্সে নিয়ম; বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেপ্তার; ড. খলিলুর রহমান / এক বছরের মধ্যে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গার প্রত্যাবাসন—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।