‘রমজানে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেছে’

ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, সরকারি সেবার বিষয়ে সবসময় সর্বসাধারণের একটা নেতিবাচক ধারণা থাকে। এবারই প্রথম সরকারের প্রতি সাধারণ জনগণের ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি রমজানে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) ডেসকোর ট্রেনিং ভবনে আয়োজিত এক মতবিনিময় সবায় তিনি এ কথা বলেন।
সভাপতির বক্তব্যে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ (অবসরপ্রাপ্ত) বলেন, সরকারের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম লোডশেডিংমুক্ত পবিত্র রমজান মাস পার করতে পেরেছি। গ্রীষ্মকালীন চ্যালেঞ্জ আমরা একইভাবে মোকাবিলা করতে প্রস্তুত।
সভায় ডেসকোর সব কর্মকর্তার কাছ থেকে সুনির্দিষ্ট পরামর্শ নেওয়া হয়। গ্রাহকসেবার মানোন্নয়নে স্বতঃস্ফূর্ত এই সভায় সব পরামর্শকে আমলে নিয়ে গ্রীষ্মকালীন কর্মপরিকল্পনা করার নির্দেশনা দেন মুহাম্মদ রফিকুল ইসলাম।
ওএফএ/জেডএস