বিনিয়োগ সম্মেলনের সময়ে বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর দুঃখজনক

গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে অন্তত ১৬টি রেস্তোরাঁ ও শো-রুমে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঢাকায় চলমান বিনিয়োগ সম্মেলনের সময়ে এ ধরনের ঘটনা দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এটি দেশে বিনিয়োগ আসার ক্ষেত্রে বাধা হবে না বলেও মত তার।
মঙ্গলবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন রাখা হয়, ফিলিস্তিনকে সমর্থন করতে গিয়ে বাটাসহ বিদেশি ব্র্যান্ডের ওপর হামলা হয়েছে। এটি বিনিয়োগ আসার ক্ষেত্রে বাধা হবে কি না এবং বিদেশির কাছে কি বার্তা যাচ্ছে?
জবাবে তৌহিদ হোসেন বলেন, আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু আমার অনুমান বাংলাদেশের যারা ভালো দেখতে চায় না তারা এই কাজটা করেছেন। সময়টি মিলিয়ে দেখুন, ঠিক যখন আমরা বিনিয়োগ সম্মেলন করছি, ঠিক এই সময়ে ঘটনাটি ঘটেছে। এটা খুব দুঃখজনক। সিদ্ধান্ত হয়েছে, ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
তিনি বলেন, লুটপাট প্রতিবাদের অংশ হতে পারে না। এটা আসলে প্রতিবাদ না, এটা একটা অপরাধ। আর এটার কারণে বিনিয়োগ আসার ক্ষেত্রে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না।
এনআই/এনএফ