সুনির্দিষ্ট প্রমাণ না মিললে আর পুলিশ সদস্য গ্রেপ্তার নয়

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ স্থগিত হওয়া শুরু
ঢাকার সাভারের এসেন্সর ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টস নামের প্রতিষ্ঠান চলতি সপ্তাহে তিন লাখ মার্কিন ডলারের চামড়ার ব্যাগ যুক্তরাষ্ট্রে পাঠাতে জাহাজীকরণের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু গতকাল রোববার সকালে ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বার্তা পাঠিয়ে পণ্য জাহাজীকরণ না করার নির্দেশনা দেন।
বিষয়টি নিশ্চিত করে এসেন্সর ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এম মুশফিকুর রহমান গত রাতে প্রথম আলোকে বলেন, ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চলতি সপ্তাহের শেষ দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা ট্যারিফ নিয়ে আলোচনা করবেন। তাঁরা আসলে বাড়তি শুল্কের লোকসান মেটাতে মূল্যছাড় চাইছেন। মুশফিকুর রহমান জানান, তাঁরা প্রতি মাসে গড়ে ১০ লাখ মার্কিন ডলারের চামড়া পণ্য রপ্তানি করেন। তাঁদের মোট রপ্তানির ৯০ শতাংশের গন্তব্য যুক্তরাষ্ট্র।
বণিক বার্তা
উৎপাদন খরচের চেয়ে বিক্রি অর্ধেকে, ঋণগ্রস্ত হয়ে পেশা পাল্টাচ্ছেন লবণ চাষীরা
কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের আলী আহমদ তার দুই ছেলেকে নিয়ে প্রায় ২০ বছর ধরে লবণ চাষ করে আসছিলেন। দুই হাজার শতক (২০ একর) লবণ মাঠ ইজারা নিয়ে লবণ চাষ করলেও গত দুই বছর আগে এ পেশা ছেড়ে স্থানীয় বাজারে মুদির দোকান দিয়েছেন তিনি। আর দুই ছেলে এখন অটোরিকশা চালান। লবণের উৎপাদন খরচ বৃদ্ধি, খরচের তুলনায় দাম অর্ধেকে নেমে যাওয়া, ন্যায্য পারিশ্রমিক না পাওয়ায় লবণ চাষ ছেড়েছেন তারা। স্থানীয় বাজারে বসে এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় আলী আহমদের। তিনি জানান, এ এলাকার বেশির ভাগ লবণ মাঠের মালিক মহাজনরা। তাদের কাছ থেকে ইজারা নিয়ে চাষ করেন চাষীরা। আর নগদ অর্থের জোগান দেয় আরেকটি পক্ষ। লবণের মাঠ ইজারা নেয়ার সময় কিছু টাকা পরিশোধ করতে হয়। এ টাকার জন্য কৃষকরা স্থানীয় বিত্তশালীদের কাছ থেকে ঋণ নেন। কিন্তু মৌসুম শেষে সে টাকা পরিশোধ করতে না পারলে এ পেশায় কে থাকবে! আলী আহমদ বলেন, ‘আমি যখন লবণ চাষ শুরু করি তখন পুঁজি লাগত কম কিন্তু উৎপাদন বেশি হতো, বিক্রি করে লাভ হতো। সেই সময় মণপ্রতি ৩০-৪০ টাকা লাভ হতো। মৌসুম শেষে ৫০ হাজার টাকার ওপরে লাভ থাকত। কিন্তু এখন উল্টা লাখ টাকা লোকসান হয়।’
কালের কণ্ঠ
আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এখনো অনড় বিএনপি। দলটি এই দাবির পক্ষে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী সমমনা রাজনৈতিক দলগুলোর সমর্থন পাচ্ছে। এখন ডান ও বামপন্থী আরো গুরুত্বপূর্ণ দলের সমর্থন নিয়ে বিএনপি বড় প্ল্যাটফর্ম গঠনের চেষ্টা চালাচ্ছে।
দলের নীতিনির্ধারকরা বলছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে বেশির ভাগ রাজনৈতিক দল একমত হলে দাবি আদায় সহজ হবে।
মানবজমিন
বিভিন্ন স্থানে কেএফসি-বাটায় ভাঙচুর, লুট
গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে দেশের কয়েকটি জেলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। ইসরাইলি পণ্য রাখা বা ইসরাইলকে সমর্থন দেয়ার অভিযোগে এসব প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। চেইন খাবারের দোকান কেএফসি, পিৎজা হাট ও বহুজাতিক প্রতিষ্ঠান বাটা’র শোরুমে হামলা হয়েছে বিভিন্ন স্থানে। কোমল পানীয় কোকা-কোলা, সেভেন আপ রাখায় দেশীয় প্রতিষ্ঠানও হামলার শিকার হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশের জেলায় জেলায় শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ধর্মঘট পালন করেন।
প্রথম আলো
ঢাকা দক্ষিণে মশকনিধন কর্মীরা হাজিরা দিয়ে যান চা খেতে, খোঁজ নিলে শুরু হয় কাজ
মশকনিধনে ওষুধ ছিটানোর কথা ছিল সাতজনের; কিন্তু কাজে যান তিনজন। তাঁরাও আবার ওষুধ ছিটানোর কাজ করেন মাত্র আধা ঘণ্টা। সেটিও এই প্রতিবেদক গিয়ে খোঁজ নেওয়ার পর। গত রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫২ নম্বর ওয়ার্ডে মশকনিধনের এই চিত্র দেখা যায়।
মশকনিধন কর্মীদের কাজ দেখতে রোববার দিনভর দক্ষিণ সিটির তিনটি ওয়ার্ডে ঘুরেছেন এই প্রতিবেদক।
সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত ৫২ নম্বর ওয়ার্ডে রজ্জব আলী সরদার রোড, মুরাদপুর হাইস্কুল রোড, মাদ্রাসা রোড, পোকার বাজার এলাকা ঘুরে মশকনিধন কর্মীদের খুঁজে পাওয়া যায়নি। পরে এই ওয়ার্ডের মশক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অফিসে তিনজন এসেছিলেন। বাকি তিনজন আগামীকাল (গতকাল সোমবার) কাজে যোগ দেবেন।
দেশ রূপান্তর
নির্বাচনে পোস্টার বাদ বদলাচ্ছে আচরণবিধি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের সমান সুযোগ দিতে পোস্টার বাদসহ আচরণবিধিতে বেশ কিছু পরিবর্তন আসছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি বলছে, খসড়াটি প্রায় চূড়ান্ত। এখন এটি অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হবে। অনুমোদনের পর তা সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে।
গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
আরও পড়ুন
কালবেলা
১২ দোষে ধ্বংস হয়েছে পুলিশের পেশাদারিত্ব
পতিত আওয়ামী লীগ সরকার অবৈধ উপায়ে ক্ষমতায় টিকে থাকতে জনসাধারণের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে সর্বাধিক ব্যবহার করে পুলিশকে। উচ্চাভিলাষী অপেশাদার ও অতিউৎসাহী পুলিশ সদস্যদের বিধিবহির্ভূত বলপ্রয়োগের ফলে প্রাণ হারান অসংখ্য মানুষ। ফলে জুলাই বিপ্লবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল পুলিশ ও পুলিশের স্থাপনা। ৫ আগস্ট-পরবর্তী সময়ে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে পড়েছিল বাংলাদেশের পুলিশি ব্যবস্থা। ভেঙে পড়া পুলিশ বাহিনী পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগ সফলতার সঙ্গে বাস্তবায়িত হওয়ায় অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে পুলিশ বাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতিও আশানুরূপ নিয়ন্ত্রণে এসেছে। এ অবস্থায় পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জুলাই বিপ্লবে পুলিশ বাহিনীর ওপর জনরোষ ও বিপর্যয়ের কারণগুলো অনুসন্ধান করছেন। আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহের মধ্যে বিপর্যয়ের কারণগুলো নির্ণয় করে সেগুলো প্রতিকার ও সমাধানের পথ খুঁজছেন তারা। সামগ্রিকভাবে কারণ অনুসন্ধানের পাশাপাশি ইউনিটভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ খোঁজা হচ্ছে। যাতে ভবিষ্যতে পুলিশ এ জাতীয় বিপর্যয় এড়িয়ে চলতে পারে। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
যুগান্তর
ঢাকার মহাপরিকল্পনা ড্যাপ সংশোধন কেন্দ্র করে নগর পরিকল্পনাবিদ এবং আবাসন ব্যবসায়ীদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। এতে ড্যাপ অনুযায়ী বাসযোগ্য শহর গড়ার নানা আয়োজনের বাস্তবায়ন কার্যত আটকে গেছে। এই মহাপরিকল্পনা গেজেটভুক্ত হওয়ার আড়াই বছর পার হলেও বাস্তবায়নে তেমন কোনো অগ্রগতি নেই। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
আজকের পত্রিকা
নারী কোটা থাকছে না প্রাথমিকে শিক্ষক নিয়োগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে নারী, পোষ্য ও পুরুষ কোটা থাকছে না। উচ্চ আদালতের রায় অনুযায়ী, কোটা থাকবে মাত্র ৭ শতাংশ। বাকি ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে।
প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫-এর খসড়ায় এমন বিধান থাকছে। খসড়া থেকে এসব তথ্য জানা গেছে। অন্তর্বর্তী সরকার আগের মতো বিভাগ ধরে সহকারী শিক্ষক নিয়োগ দিতে চায়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সূত্র জানায়, নিয়োগ বিধিমালা চূড়ান্ত হলে আগামী আগস্ট-সেপ্টেম্বরে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। গত ডিসেম্বর পর্যন্ত সারা দেশে সহকারী শিক্ষকের নিয়োগযোগ্য শূন্য পদ ৮ হাজারের বেশি। বিজ্ঞপ্তি প্রকাশের সময় পদসংখ্যা বাড়তে পারে। প্রস্তাবিত বিধিমালায় উচ্চ আদালতের রায়ের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৭ শতাংশ কোটা ব্যবস্থা অনুসরণের প্রস্তাব করা হয়েছে।
প্রথম আলো
ঢাকা উত্তরে মশকনিধন কর্মীদের হাজিরা ঠিকঠাক, পরে ফাঁকিবাজি
ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) মশকনিধন কর্মীদের হাজিরা দিতে হয় ডিজিটাল পদ্ধতিতে অ্যাপের মাধ্যমে। তাই কর্মীরা কাজে আসেন সময়মতো। হাজিরা দিয়ে মশকনিধনের ওষুধ ও ওষুধ ছিটানোর যন্ত্র (স্প্রে/ফগার মেশিন) নিয়ে নির্ধারিত সময়ে কাজেও যান। এর পরেই শুরু হয় ফাঁকিবাজি। অনেকে নির্ধারিত এলাকায় গিয়ে আর ওষুধ ছিটান না। কেউ কেউ হাজিরা দিলেও পরে আর কাজেই যান না।
গত রোববার সকালে ও বিকেলে ঢাকা উত্তর সিটির দুটি ওয়ার্ডে গিয়ে মশকনিধনের কর্মীদের ফাঁকিবাজির এ চিত্র দেখা গেছে। সকালে ৩ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, মিরপুর ১১ নম্বর সেকশনের সি ব্লকে ওষুধ ও যন্ত্র নিয়ে কর্মীরা গেলেও, ওই এলাকার ১৫টি সড়কে কাউকে ওষুধ দিতে দেখা যায়নি। বিকেলে ২৪ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, হাজিরা দেওয়ার পরে তিনজন কর্মী আর কাজেই যাননি।
কালের কণ্ঠ
দেশের নৌপথ নিরাপদ রাখতে গঠিত নৌ পুলিশের কার্যক্রম নানা সংকটে ব্যাহত হচ্ছে। এক যুগেও জনবলসংকট কাটেনি। রয়েছে জলযানের সংকট। বর্তমানে চালু থাকা ১২২টি থানা ও ফাঁড়ির মধ্যে ৪৭টি ফাঁড়িতে কোনো জলযান নেই।
যেসব থানা ও ফাঁড়িতে জলযান আছে, সেগুলোর অবস্থাও নাজুক। এমন পরিস্থিতিতে নৌ পুলিশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বিভিন্ন থানা ও ফাঁড়ির কার্যক্রম পর্যায়ক্রমে বন্ধ হওয়ার আশঙ্কা করছেন দায়িত্বরত কর্মকর্তারা।
বণিক বার্তা
ট্রাম্পের শুল্কনীতি ব্যাংক খাতে খেলাপি ঋণ আরো উসকে দিতে পারে
বড় আকারের খেলাপি ঋণের চাপে নাজুক পরিস্থিতি পার করছে দেশের ব্যাংক খাত। ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ২০ শতাংশের বেশি এরই মধ্যে খেলাপির খাতায় উঠেছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্কনীতি দেশের ব্যাংক খাতকে আরো কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দেবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
প্রথম আলো
সাকিব–বুবলী–পিয়াসহ তারকাদের অনলাইন জুয়ার অবাধ প্রচারণা
দেশের অন্যতম শোবিজ তারকা ও মডেল পিয়া জান্নাতুল। তিনি আইন পেশায়ও আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ জনপ্রিয়। ফেসবুকে তাঁর অনুসারীসংখ্যা ১৭ লাখ। ইনস্টাগ্রামে ১১ লাখ।
পিয়া নিজের মডেলিং–জীবনের পাশাপাশি নানা সময় সামাজিক ও আইনি পরামর্শমূলক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেন। তবে তাঁকে অনলাইন জুয়ার বিজ্ঞাপনের প্রচারণা চালাতেও দেখা গেছে। গত ১ জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত তিনি ১২টি অনলাইন জুয়ার বিজ্ঞাপনের প্রচারণা চালিয়েছেন নিজের ভেরিফায়েড ফেসবুকে।
আজকের পত্রিকা
সুনির্দিষ্ট প্রমাণ না মিললে আর পুলিশ সদস্য গ্রেপ্তার নয়
জুলাই আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে করা মামলায় পুলিশের ১ হাজার ৫৯ জন সদস্যকে আসামি করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন মাত্র ৫৪ জন। স্বাধীন তদন্ত কমিশন করে বাকি দায়ী পুলিশ সদস্যদেরও গ্রেপ্তারের চাপ দিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) জুলাই আন্দোলনের শরিক দলগুলো। কিন্তু পুলিশ বলছে, অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ না মিললে এখনই আর কোনো সদস্যকে গ্রেপ্তার করা হবে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত বছরের জুলাই-আগস্টে দেশব্যাপী ছড়িয়ে পড়া আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ। সরকারি গেজেট অনুযায়ী, জুলাই অভ্যুত্থানে হামলা ও গুলিতে ৮৩৪ জন শহীদ হয়েছেন, আহত হয়েছেন ১ হাজার ৪০১ জন।
এছাড়া ফিলিস্তিনে আগ্রাসন / জাতিসংঘকে আইনি দায়িত্ব পালনের আহ্বান ঢাকার; সেই শিক্ষক তাহমিনা রহমান বরখাস্ত; ঢাবি ছাত্রকে মব সৃষ্টি করে হামলা, নেপথ্যে হিযবুত তাহরীর—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।