সারাদেশে বনফুল শোরুমে ইসরায়েলি পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত

ইসরায়েলি পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে বেকারি ও মিষ্টি প্রস্তুতকারী বনফুল অ্যান্ড কোম্পানি। ফিলিস্তিনে নিরীহ জনগণ ও শিশুদের নির্বিচারে হত্যার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বনফুল অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক আমানুল আলমের সই করা গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে আরও উল্লেখ করা হয়- নির্বিচারে গণহত্যা সংগঠিত করার প্রতিবাদে সোমবার থেকে কোকাকোলা, পেপসিসহ সব প্রকার ইসরায়েলি পণ্য বনফুল শোরুমে প্রদর্শন বিক্রয় ও মজুতকরণ থেকে বিরত থাকার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাস্তবায়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক।
আরও পড়ুন
উল্লেখ্য, ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।
এমআর/এমএন