শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক হলেন এসএম রাগীব সামাদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।
বিমান বাহিনীতে ফিরে যাচ্ছেন বর্তমান নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।
সোমবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী (বিমান বাহিনী) নিয়মিত কর্মকর্তাদের সংশ্লিষ্ট সংস্থাগুলোর নির্ধারিত পদে প্রেষণে নিয়োগ পদ থেকে প্রত্যাহারপূর্বক তাদের চাকরি সংশ্লিষ্ট বিভাগসমূহে ন্যস্ত করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, ২০২২ সালে ২৪ মার্চ ঢাকা বিমানবন্দরের দায়িত্ব পান মোহাম্মদ কামরুল ইসলাম। দায়িত্ব পাওয়ার পর থেকে বিমানবন্দরে হেল্প ডেস্ক স্থাপন, ফ্যাসিলিটেশন প্রশিক্ষণ, ওয়েবসাইট, হটলাইন চালুর মতো যাত্রীবান্ধব নানা উদ্যোগ নেন তিনি।
একই প্রজ্ঞাপনে বেবিচকের সদস্য (এটিএম) এয়ার কমডোর এ কে এম জিয়াউল হক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রকৌশল ও ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট) এয়ার কমডোর মোহাম্মদ মনিরুল ইসলাম বিমান বাহিনীতে যুক্ত করা হয়েছে।
পাশাপাশি বিমান বাহিনীর এটিসি বিভাগের গ্রুপ ক্যাপ্টেন মো. নূর-ই-আলমকে বেবিচকের সদস্য (এটিএম) এবং বিমান বাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রুপ ক্যাপ্টেন মঞ্জুর-ই-আলমকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রকৌশল ও ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এআর/জেডএস